IIT Kharagpur : কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পাঠক্রম শুরু হল আইআইটি-তে, নিয়োগে হতে পারে নতুন দিশা

IIT Kharagpur : কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পাঠক্রম শুরু হল আইআইটি-তে, নিয়োগে হতে পারে নতুন দিশা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
আইআইটি খড়গপুরে শুরু হল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষ পাঠক্রম। এই পাঠক্রমে যোগ দিতে পারবেন সর্বসাধারণ। বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রসার ও গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়েই এই পাঠক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কর্তৃপক্ষ।

জাতীয় শিক্ষানীতি শুরুর তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেশের প্রাচীনতম আইআইটি কর্তৃপক্ষের তরফে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ইনোভেশন হাব ফর ইন্টারডিসিপ্লিনারি সাইবার ফিজিক্যাল সিস্টেমসে শুরু হল কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশেষ পাঠক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক ভি কে তেওয়ারি, টিসিএস আইওএন-এর গ্লোবাল হেড ভেঙ্গুস্বামী রামস্বামী প্রমুখরা৷

আরও পড়ুন:  IIT Kharagpur : কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গীতার মধ্যে ভারসাম্য রক্ষার বার্তা প্রতিষ্ঠা দিবসে

নতুন এই সার্টিফিকেট প্রোগ্রামটির মাধ্যমে প্রতি বছরে চারটি পর্যায়ে ১ লক্ষ শিক্ষার্থীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক তেওয়ারি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে কর্মহীন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে৷ চালু হওয়া পাঠক্রম তা কাটিয়ে উঠে কর্মক্ষেত্রে নিযুক্ত হওয়ার বিষয়ে সহায়ক হয়ে উঠবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ