Medinipur : স্টেশনে ধৃত মোবাইল চোর, আরপিএফ তৎপরতায় উদ্ধার মোবাইল

Medinipur : স্টেশনে ধৃত মোবাইল চোর, আরপিএফ তৎপরতায় উদ্ধার মোবাইল

মেদিনীপুর স্টেশনে যাত্রী সুরক্ষায় তৎপর আরপিএফ-এর হাতে ধরা পড়লো মোবাইল চোর৷ উদ্ধার হল দুটি অ্যানড্রয়েড মোবাইল ফোন। শুক্রবার মধ্যরাতের এই ঘটনায় জেলাশহরের গুরুত্বপূর্ণ রেলস্টেশনে রেল পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানাচ্ছেন যাত্রীরা।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১২ টা ৪০ মিনিট নাগাদ স্টেশনে কর্তব্যরত আর বি আচার্য ও সি এস মুখার্জি ২২৬৪৪ পাটনা-এরনাকুলাম সুপার ফাস্ট এক্সপ্রেস থেকে এক ব্যক্তিকে নামতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা ঐ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অসংলগ্ন কথাবার্তা ও প্রশ্নের ঠিকঠাক উত্তর না পেয়ে তাঁরা ঐ ব্যক্তিকে আটক করে জেরা ও তল্লাশি চালান। উদ্ধার হয় দুটি ৩৫ হাজার টাকা অর্থ মূল্যের মোবাইল ফোন। জেরায় আটক ব্যক্তি স্বীকার করে সে পাটনা-এরনাকুলাম সুপার ফাস্ট এক্সপ্রেস থেকে মোবাইল দুটি চুরি করেছে।

আরও পড়ুন:  Birendra Setu : বীরেন্দ্র সেতুর ব্যারিকেডে আটক বাইক, গ্রেপ্তার ২ দুষ্কৃতি

ধৃত ব্যক্তির নাম আসিফ ইকবাল। সে আসানসোলের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে খড়গপুর জিআরপি-তে মামলা রুজু করা হয়েছে এবং খড়গপুর জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে। ইতি মধ্যে হারানো মোবাইল নিয়ে রেলের কাছে অভিযোগও জমা পড়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ