IIT Kharagpur : কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গীতার মধ্যে ভারসাম্য রক্ষার বার্তা প্রতিষ্ঠা দিবসে

IIT Kharagpur : কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গীতার মধ্যে ভারসাম্য রক্ষার বার্তা প্রতিষ্ঠা দিবসে

আইআইটি খড়গপুরের ৭৩-তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হল গত শুক্রবার। প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে যোগ দিয়ে মহামোহপাধ্যায় ভদ্রেশদাস স্বামী “কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গীতার মধ্যে ভারসাম্য রক্ষার” বার্তা দিলেন। সেই সঙ্গে ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রথম ১০টি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি খড়গপুরকে পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করলেন প্রতিষ্ঠানের অধিকর্তা ড. বীরেন্দ্র কুমার তেওয়ারি।

১৯৫১ সাল। তৎকালীন হিজলি বন্দিনিবাস। তা রূপান্তরিত হয় দেশের প্রথম আইআইটি রূপে৷ আজ যা দেশে বিদেশের বিভিন্ন উজ্জ্বল ক্ষেত্রে প্রায় ৮০ হাজার প্রাক্তনীকে প্রতিষ্ঠিত করে জ্ঞান, প্রযুক্তি ও গবেষণার পীঠস্থান হিসাবে পরিগনিত। সেই প্রতিষ্ঠানের ৭৩-তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উত্তরপ্রদেশের মুখ্যসচিব দুর্গাশঙ্কর মিশ্র, টাটা মেডিকেল সেন্টারের ডিরেক্টর ডক্টর পি. অরুণ, আইআইটি-র প্রাক্তন ও বর্তমান অধ্যাপক-অধ্যাপিকা ও পড়ুয়ারা।

আরও পড়ুন:  Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

এইদিন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মহামোহপাধ্যায় ভদ্রেশদাস স্বামী। তিনি বলেন, “ ভারত হল শিক্ষার দেশ, শিল্প সঙ্গীত বিজ্ঞান প্রযুক্তি দর্শন নিয়ে গবেষণার দেশ, নতুন উদ্ভাবনের দেশ, আধ্যাত্মিকতার দেশ।” ভারত বৈচিত্রের মধ্যে সমন্বয় রক্ষা করে বলে জানিয়ে, এই দেশই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গীতার মধ্যে ভারসাম্য রক্ষা করবে তা প্রত্যয়ের সঙ্গে দাবি করেন তিনি।

আরও পড়ুন:  Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ