Shalboni: বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির ভীমপুর এবিএস সাঁওতাল গার্লস হাইস্কুলে

Shalboni: বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির ভীমপুর এবিএস সাঁওতাল গার্লস হাইস্কুলে

বুধবার বাল্যবিবাহ রোধ(Child Marriage Prevention) সচেতনতা শিবির(Awareness Camp) অনুষ্ঠিত হল শালবনী ব্লকের ভীমপুর এবিএস সাঁওতাল গার্লস হাইস্কুলে। শিক্ষিকাদের তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছাত্রীরা বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বিষয়ক নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচি পালন করে এই দিন।

রাজ্যে চালু হয়েছে কন্যাশ্রী। কেন্দ্রের বেটি পড়াও, বেটি বাঁচাও কর্মসূচিও রয়েছে। তবুও রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে এখনও ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে মেয়েদের। কোভিড কালে ও লক ডাউনের সময়ে সেই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। সমাজকর্মীরা অনেক ক্ষেত্রেই আর্থিক সমস্যার সঙ্গেই প্রকৃত শিক্ষা ও সচেতনতার অভাবকে দায়ী করছেন। এই পরিস্থিতিতে বাল্যবিবাহ কুপ্রভাব সম্পর্কে সচেতন করে তুলতে শালবনী ব্লকের ভীমপুর এবিএস সাঁওতাল গার্লস হাইস্কুলের উদ্যোগে বুধবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির। নারী শিক্ষায় জাতিকে পথ দেখানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এইদিনের কর্মসূচির সূচনা হয়। এদিনের সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখিকা ও বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিতা সমাজকর্মী রোশেনারা খান। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, বিদ্যালয়ের প্রাক্তন প্রশাসক শতদল শেঠ, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুষমা খাটুয়া প্রমুখ বিশিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ