সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অংশ হিসাবে ঝাড়গ্ৰাম জেলা পুলিশের সহায়তায় গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে বৃহস্পতিবার থানা চত্বরে হল এলাকার গাড়ি চালকদের চক্ষু পরিক্ষা শিবির। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন গাড়ি ড্রাইভার নিজের চক্ষু পরিক্ষা করান অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা।
- Advertisement -
পাশাপাশি যাদের চোখের সমস্যা রয়েছে তাদের চোখের সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয় পুলিশের এই চক্ষু পরিক্ষা শিবির থেকে। এবিষয়ে গোপীবল্লভপুর থানার এসআই পার্থসারথি দে জানান, মুলত পথ দুর্ঘটনা কমানোর জন্য রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইভ এর অংশ হিসাবে এই কর্মসূচি।
- Advertisement -
চালকদের অসাবধানতাবশত যেমন দুর্ঘটনা হয়ে থাকে তেমন গাড়ি চালকদের চোখের সমস্যা থাকলে ঠিকমতো না দেখে দুর্ঘটনা ঘটিয়ে থাকেন।তাই গাড়ি চালকরা যাতে নিজেদের চোখের সমস্যা কাটিয়ে ঠিকমতো গাড়ি চালাতে পারেন তার জন্য এই চক্ষু পরীক্ষা শিবির।
- Advertisement -
পাশাপাশি থানার সাব ইন্সপেক্টর আরও জানান, প্রথমে ২০ থেকে ২৫ জন গাড়ি চালকের চক্ষু পরিক্ষার লক্ষ্যমাত্রা রাখলেও এখন ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। এপর্যন্ত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৪০ জন গাড়ি ড্রাইভার নিজের চক্ষু পরিক্ষা করিয়েছেন। অপরদিকে থানার উদ্যোগে নিজের চক্ষু চিকিৎসা করাতে পেরে খুশি গোপীবল্লভপুরের গাড়ি চালকরা।