সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। এবার সেই চিত্র ফুটে ওঠার অভিযোগ উঠল ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে তৃণমূলের সমন্বয় বৈঠক চলাকালীন জেলা সভাপতি দেবনাথ হাঁসদার সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হাতাহাতিতে গড়ায়।
ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন হলে জেলা নেতৃত্বের তরফে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত রায় বৃহস্পতিবার সমন্বয় বৈঠক ডেকেছিলেন। জেলা সভাপতি দেবনাথ হাঁসদা ছাড়াও অন্যান্য কর্মী ও নেতৃত্ববৃন্দ হাজির ছিলেন। বৈঠক চলাকালীন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমরেশ বেরা অভিযোগ করেন, শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ে স্থানীয় বাচ্চাদের ভর্তি নেওয়া হচ্ছে না। এমনকী দলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগও আনেন তিনি।
- Advertisement -
এরপরেই সমরেশ বেরাকে বের হয়ে যেতে বলেন জেলা সভাপতি দেবনাথ হাঁসদা। প্রতিবাদ জানান দশরথ হেমব্রম সহ বেশ কয়েকজন কর্মী। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। বচসাকে কেন্দ্র করে হাতাহাতির পরিবেশ সৃষ্টি হয় বলে অভিযোগ। জেলা সভাপতি দেবনাথ হাঁসদা মাইক নিয়ে বলেন, ‘গণ্ডগোল করে লাভ নেই। সামনে নির্বাচন। সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে।’ দ্রুত বৈঠকের সমাপ্তিও ঘোষণা করা হয়।
- Advertisement -
সূত্রের খবর, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত রায় ও জেলা সভাপতি দেবনাথ হাঁসদার মধ্যে দ্বন্দ্বের পরিস্থিতি রয়েছে। যদিও দলীয় তরফে এই ধরনের তত্ত্বকে মান্যতা দেওয়া হয়নি। তবুও রাজনৈতিক মহলের বক্তব্য, সভায় দেবনাথ হাঁসদার সঙ্গে বচসায় তৃণমূল কর্মীরা প্রশান্ত রায়ের অনুগামী বলে পরিচিত।