“লক্ষ্মীর ভান্ডারে” দুর্নীতি? স্ত্রীর পাশাপাশি স্বামীও পাচ্ছেন ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকা

"লক্ষ্মীর ভান্ডারে" দুর্নীতি? স্ত্রীর পাশাপাশি স্বামীও পাচ্ছেন ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকা

স্ত্রীর পাশাপাশি স্বামীও পাচ্ছেন ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকা।এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরেছে কোচবিহারের মাথাভাঙা এলাকায়।লক্ষ্মী ভান্ডারের ১০০০ টাকা করে পাচ্ছেন কোচবিহারের মাথাভাঙা এলাকার এক প্রৌঢ়।এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়ে যায় রীতিমতো রাজনৈতিক চর্চা।শাসকদলের বিরুদ্ধে ‘লক্ষ্মী ভান্ডার ‘ নিয়ে দুর্নীতিঅভিযোগ তোলেন বিরোধীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে , কয়েকমাস আগে এক মহিলা দুয়ারের সরকার ক্যাম্পে লক্ষী ভান্ডারের জন্য আবেদন করেছিলেন। এরপর সে মহিলার অ্যাকাউন্টে হাজার টাকা করে মাসে ঢুকতে থাকে। কিন্তু পাশাপাশি দেখা যায় দীর্ঘ সাত মাস ধরে তার স্বামীর অ্যাকাউন্টেও হাজার টাকা করে ঢুকছে লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য।এছাড়া এই কথা স্বীকারও করে নিয়েছেন মাথাভাঙা ১ নম্বর ব্লকের ভেড়ভেড়ি মানাবাড়ি গ্রামের বাসিন্দা আবদুল কাদের।পেশায় তিনি টোটো চালক।

এই ঘটনায় আবদুল কাদের জানিয়েছেন, ‘দেড় বছর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলাম।গত ছয়মাস আগে পাসবুক আপডেট করে দেখতে পাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে। সেই টাকা আমি তুলেও নিয়েছি।কিন্তু আমি এই বিষয়ে কিছুই জানি না ‘।

বিতর্ক নিয়ে মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিডিও সম্বল ঝা জানিয়েছেন, ‘এই ব্লকে ২৫,০০০ জন মহিলা ‘লক্ষীর ভান্ডারের ‘ টাকা পাচ্ছেন।কিন্তু মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের লক্ষ্মী ভান্ডার সুবিধাভোগীদের লিস্টে আবদুল কাদেরের নাম নেই। ওই ব্যক্তি কী ভাবে তা খতিয়ে দেখা হচ্ছে’।

অন্য দিকে এ ঘটনা নিয়ে কটাক্ষ করে বিজেপির জেলা সহ-সভাপতি মনোজ ঘোষ জানিয়েছেন, ‘দিদির শাসন ব্যবস্থায় পশ্চিমবঙ্গে দুর্নীতিতে ভরে গিয়েছে। শাসকদলের নেতা-মন্ত্রীরা সরকারি কর্মচারীদের যে ভাবে চাপ দিয়ে কাজ করেন তাতে তো ভুল হবেই।এই ক্ষেত্রে ভুলভ্রান্তির জন্য দায়ী শাসক দল’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ