“আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম”, প্রশাসনিক কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী

"আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম", প্রশাসনিক কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী

সোমবার পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে সরকারি কর্মীদের কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসকের সঙ্গে কথোপকথনের সময় তীব্র উষ্মা প্রকাশ করে তিনি জানান, “আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম।”

পুরুলিয়ার এই দিনের প্রশাসনিক বৈঠকে তৃণমূলের এক নেতা মুখ্যমন্ত্রীকে জানান, ইটভাটা থেকে পাওয়া রাজস্বের সঠিক হিসেব মিলছে না এবং সরকারি কর্মচারীদের একাংশ তা আত্মসাৎ করছেন। এই অভিযোগ শুনেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। জেলাশাসককে উদ্দেশ্য করে তিনি বলে ওঠে, “ডিএম শুনতে পাচ্ছো? এগুলো কিন্তু তৃণমূল করেনি। করছে প্রশাসনের নীচের তলার কর্মীরা।” এরপর রীতিমত ভৎসানার সুরে মুখ্যমন্ত্রী বলেন, “নিজেরা টাকাটা নেয়, নিজেরাই খেয়ে নেয়! কী জেলা চালাচ্ছ তুমি? এত দিন জেলায় আছো। আমার ধারণাই বদলে গেল।” এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। বলেন, “আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম। তাদের আমি সবসময় শাসন করি।”

আরও পড়ুন:  মমতার আমলে তৃণমূলের অত্যাচার নিয়ে বই প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী

প্রশাসনের একাংশের কাজ নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী জানান, ওপরে ওপরে ঘুরে বেড়িয়ে ছবি তুলে কোনও কাজ হয় না। জেলাশাসককে তাঁর বার্তা, “আমি কথা বলছি, তোমার পুলিশ চলে যাবে, তদন্ত করবে। একে বলে প্রশাসন, একে বলে কাজ। গরিব মানুষ যখন একটা কমপ্লেন করে, আমি নিতে পারি না। সে যেই হোক।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ