Laxmi Bhandar : খুশির খবর মহিলামহলে, লক্ষ্মী ভাণ্ডারে আসতে পারে পরিবর্তন

Laxmi Bhandar : খুশির খবর মহিলামহলে, লক্ষ্মী ভাণ্ডারে আসতে পারে পরিবর্তন

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য একের পর প্রকল্প নিয়ে এসেছে। যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ আরো অনেক প্রকল্প। মানবকল্যাণে এইরকম প্রায় ৫০ খানা প্রকল্প রয়েছে। তবে বর্তমান সময়ে লক্ষীর ভান্ডার প্রকল্পটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

লক্ষীর ভান্ডার প্রকল্পে ২৫ বছর বয়েসের ঊর্ধ্বে  মহিলা এই প্রকল্পের সুবিধা পায় ৬০ বছর বয়স পর্যন্ত। এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা পেয়ে থাকে এবং অন্যান্য শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেয়ে থাকে। সরাসরি নিজস্ব ব্যাংক একাউন্টের মাধ্যমেই এই টাকা পেয়ে থাকে।

আরও পড়ুন:  TMC Delhi : দিল্লির প্রতিবাদ! বৃহস্পতিবার রাজভবন অভিযান, প্রতিবাদ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রী ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেই লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং তৃতীয় বার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। বর্তমানে এই প্রকল্পে সুবিধাভোগীরা অনেকখানি উপকৃত।

বর্তমানে বিপুল সংখ্যক মহিলা আওতায় রয়েছে। চলতি বছরে নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্পর ৯ লক্ষ মহিলার আবেদন গ্রহণ করা হয়েছে। তবে অক্টোবর মাসেই হতে চলেছে কিছু পরিবর্তন। সংবাদ মাধ্যমে খবর অক্টোবর মাসেই টাকার পরিমান দ্বিগুন হতে পারে বলে জানা গেছে। এক্ষেত্রে প্রতি মাসে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা পেতে পারেন ২০০০ টাকা ও অন্যান্য শ্রেণীর মহিলারা পেতে পারেন ১০০০ টাকা। এই টাকা পুজোর বোনাস হিসেবে দেওয়া হবে নাকি অ্যাডভান্স পেমেন্ট করা হবে এ সম্পর্কে নির্দিষ্ট কোনও প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ