Digha : দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা, নিম্নচাপ ও কোটালে উত্তাল সমুদ্র

Digha : দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা, নিম্নচাপ ও কোটালে উত্তাল সমুদ্র

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলেছে অতি গভীর নিম্নচাপ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। ব্যতিক্রম নয় রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিও। নিম্নচাপের জেরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট এবং সেই সঙ্গে পূর্ণিমার কোটালের ফলে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ উপকূলীয় এলাকাগুলিতে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে৷ তীরে আছড়ে পড়ছে একের পর এক ঢেউ। প্রশাসনের তরফে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

বুধবার সকাল থেকেই উত্তাল হয়ে রয়েছে দিঘার সমুদ্র৷ ঢেউয়ের চোটে গার্ডওয়াল ছাপিয়ে জল আছড়ে পড়ছে ফুটপাথে। আবহাওয়ার কারণে ইতিমধ্যেই সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ পর্যটকরা যাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র নামতে না পারেন সেজন্য প্রশাসনের তরফে টহলদারি চালাচ্ছে পুলিশ ও নুলিয়ারা৷ মৎস্যজীবীদের সমুদ্রে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে যাঁরা সমুদ্রের গভীরে গিয়েছেন তাঁদেরও ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ