Jhargram : ফুটবলে রাজ্য সেরা মানিকপাড়া হাইস্কুল, রাজ্যের হয়ে লক্ষ্য দিল্লি

Jhargram : ফুটবলে রাজ্য সেরা মানিকপাড়া হাইস্কুল, রাজ্যের হয়ে লক্ষ্য দিল্লি

স্কুল ফুটবলে রাজ্যে সেরা ঝাড়গ্রামের মানিকপাড়া হাইস্কুলের ছেলেরা। এবার সুব্রত কাপের জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করতে দিল্লি যাচ্ছে খুদে ফুটবলাররা। উচ্ছ্বসিত জেলার ক্রীড়া ও ক্রীড়াপ্রেমী মহল।

ঝাড়গ্রামের নজির স্কুল ফুটবলে। ঐতিহ্য মণ্ডিত সুব্রত মুখার্জী কাপে অনূর্ধ্ব ১৪ গ্রুপের ফাইনালে জিতেছে মানিকপাড়া হাইস্কুল খেদে খেলোয়াররা। এবার স্কুল ফুটবলের জাতীয় স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করবে তারা। রাজ্য স্তরে ঝাড়গ্রাম জেলা প্রতিনিধিত্ব করে মানিকপাড়া হাইস্কুল। সেমিফাইনালে তারা হাওড়া জেলাকে ৬-১ গোলে হারিয়ে দেয়। এরপর ফাইনালে দক্ষিণ ২৪ পরগনার বিরুদ্ধে খেলা নির্ধারিত সময়ে ২-২ ফলে অমীমাংসিত থাকার পর ট্রাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে দিল্লির টিকিট সুনিশ্চিত করেছে।

আরও পড়ুন:  Elephant : হাতির তাণ্ডবে দিশেহারা, ঝাড়গ্রামের সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

এর আগে সুব্রত মুখার্জী কাপে বেশ কিছু বছর আগে অবিভক্ত মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম কুমুদ কুমারীর ইনস্টিটিউশন জাতীয় স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করেছিল। এবার অনুর্ধ ১৪ গ্রুপে ঝাড়গ্রামের মানিকপাড়া হাইস্কুল জাতীয় স্তরে মেলে ধরবে জেলাকে। স্কুলের ক্রীড়া শিক্ষক তথা কোচ নন্দ দুলাল ভৌমিক কৃতিত্ব দিচ্ছেন খেলোয়ারদের। জেলার স্কুলের এই সাফল্যে উচ্ছ্বসিত জেলাবাসী।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ