Nusrat Jahan : ব্যাঙ্ক থাকতে সংস্থায় ঋণ! সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে নুসরত-প্রস্থান

Nusrat Jahan : ব্যাঙ্ক থাকতে সংস্থায় ঋণ! সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে নুসরত-প্রস্থান

নির্দিষ্ট সংস্থা থেকে ঋণ নিয়ে সুদ সমেত টাকা ফেরত দিয়েছেন বলে সাংবাদিক বৈঠকে দাবি করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দিতে বুধবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন তিনি। যদিও ১০ মিনিটের এই বৈঠকে শুধুমাত্র নিজের বক্তব্য পেশ করেন সাংসদ। কিন্তু ব্যাঙ্কের পরিবর্তে সংস্থা থেকে তিনি ঋণ কেন নিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নে কার্যত মেজাজ হারান তৃণমূল সাংসদ। সাংবাদিকদের প্রশ্নের মাঝেই কোনও উত্তর না দিয়ে বৈঠক কক্ষ পরিত্যাগ করেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ এনে ইডি-র দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা ও অন্যান্যরা। দাবি, নুসরতের সংস্থা ২০১৪ সালে মোট ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল। সংস্থা ৩ বছরের মধ্যে প্রত্যেককে রাজারহাটে হিডকোর দফতরের কাছে ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিল। শঙ্কুদেবদের অভিযোগ, প্রতিশ্রুতি মতো ফ্ল্যাট মেলেনি।

সেই অভিযোগ প্রসঙ্গে উত্তর দিতেই বুধবার দুপুরে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডাকেন নুসরত। সাংবাদিক বৈঠকে এসে নুসরত জানান, “যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাদের থেকেই ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার ঋণ নিয়েছিলাম। সেই টাকায় বাড়ি কিনেছি। ২০১৭ সালের ৬ মে সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাঙ্কের নথিও আমার কাছে আছে। আমি দুর্নীতিতে যুক্ত নই।” ১০ মিনিটের মধ্যে নিজের বক্তব্য পেশ করেই সাংবাদিক বৈঠক ত্যাগ করেন বসিরহাটের সাংসদ। কার্যত মেজাজ হারিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর তিনি দেননি।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ