Purba Medinipur : বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ শিবির ও গাছ বিতরণ পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়ের

Purba Medinipur : বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ শিবির ও গাছ বিতরণ পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়ের

ছাত্র ছাত্রীদের বিপর্যয় মোকাবিলায় সুশিক্ষিত করে তুলতে মঙ্গলবার অভিনব বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরের পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়ে। প্রশিক্ষণ দেন শিক্ষক দিলীপকুমার পাত্র। সেই সঙ্গে বৃক্ষরোপন বিষয়ে অবগত করানোর জন্য প্রশিক্ষণের পরে ছাত্র ছাত্রীদের দেওয়া হয় জামরুল গাছের চারা।

এইদিন ছাত্রছাত্রীদের ভূমিকম্প হলে, সাপে কামড়ালে, জলে ডুবে গেলে, রাস্তা পারাপার হওয়ার বিষয়ে, আগুনে পুড়ে গেলে কিভাবে বিষয়টিও সামলাতে হয় ও কি করা উচিৎ সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সঙ্গে কিভাবে সাবান দিয়ে হাত ধোওয়া উচিত, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যাবে সেই বিষয়েও জানানো হয়।

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

প্রশিক্ষণ শিবিরে স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, কাউন্সিলর গৌতম কুমার পাল, অরিন্দম অধিকারী, শেখ মুস্তাফা প্রমুখরা। অনুষ্ঠানের শেষে ছাত্র ছাত্রী সহ অতিথিদের উপহার দেওয়া হয় জামরুল গাছের চারা। সেই সঙ্গে সুস্থ পরিবেশ গঠনে গাছের ভূমিকাটি তুলে ধরা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ