“অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

"অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে", এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

শুক্রবার পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অমরনাথ-কে কার্যত হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। নন্দকুমারে এক অনুষ্ঠানে বিজেপি বিধায়ক এসপি-কে উদ্দেশ্য করে বলেন, “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে।”

জানা গিয়েছে, এইদিন নন্দকুমার হাইস্কুল ময়দানে ‘সনাতনী ঐক্যমঞ্চ’ নামে একটি সংগঠনের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু। সেখানে তিনি অভিযোগ করেন, গতিপথ নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ চেষ্টা করছে। তিনি বলেন, “আমি নন্দকুমারের উপর দিয়ে প্রায় প্রতিদিন যাই। আমার গতিপথ নিয়ন্ত্রণ করার জন্য এরা পুলিশ আবার স্পীডো মিটার লাগিয়ে রেখেছে। আমি চলে যাওয়ার পরে তুলে নেয়। অ্যাক্সিডেন্টের জন্য নয়। আমার গতি আটকানোর জন্য।” এরপরেই পুলিশ সুপারের নাম নিযে তাঁর হুঁশিয়ারি, “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে।”

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

এর আগেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ সুপারকে অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিতভাবে তমলুক থানায় মামলা দায়ের করা মামলা এখনো বিচারাধীন। অন্যদিকে এই দিন অনুষ্ঠান চলাকালীন নন্দকুমার হাইস্কুলে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলছিল বলে জানা গিয়েছে। সেই সময়ে মাইক বাজা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ