Medinipur : পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল! পৌরপ্রধান সৌমেন খানের পদত্যাগের দাবি দলীয় কাউন্সিলরদের

img 20231227 wa0002

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল! তৃণমূলের গঠিত বোর্ডের চেয়ারম্যান তথা পৌরপ্রধান সৌমেন খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূলেরই কাউন্সিলরদের একাংশের। পৌরপ্রধানের বিরুদ্ধে স্বজনপোষণ, উন্নয়নের বরাদ্দ অর্থ নয়ছয় সহ একাধিক এনেছেন বিক্ষোভকারী কাউন্সিলররা।

বিগত পৌরসভা নির্বাচনমেদিনীপুর পুরসভায় বিপুল জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। ২৫ টি আসনের মধ্যে ২০ টিতে জয় পেয়েছিল শাসক দল। স্বভাবতই পৌরবোর্ড গঠন করে তৃণমূল এবং চেয়ারম্যান হন সৌমেন খান। কিন্তু হঠাৎ দলীয় মতনৈক্য। মৌসুমী হাজরা, বিশ্বনাথ পাণ্ডব, মৌ রায়, ডাঃ গোলক বিহারী মাঝি, ইন্দ্রজিৎ পানিগ্রাহি সহ শহরের বেশ কিছু তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান পদ থেকে সৌমেন খানের পদত্যাগ দাবি করে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

বিক্ষোভকারী কাউন্সিলরদের বক্তব্য, “তৃণমূলেরই কাউন্সিলরদের একাংশের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। মেদিনীপুরের অনেক ব্যবসায়ী পৌরসভায় ডাক পেলে আতঙ্কে ভুগছেন। মেদিনীপুর পুরসভা আর্থিক দুরবস্থায়, আর্থিক ভাবে অসুস্থ! কারণ অপদার্থ চেয়ারম্যান অপরিকল্পিত ও একনায়কতান্ত্রিক ভাবে পৌরবোর্ড পরিচালনা করছেন। কাউন্সিলরদের উন্নয়ন তহবিলের টাকা খরচের সঠিক হিসাব দেওয়া হচ্ছে না। ওয়ার্ডের কাজের জন্য পর্যাপ্ত শ্রমিক না দিয়ে সেই টাকায় মোচ্ছব করা হচ্ছে। উন্নয়নের টাকা অন্য খাতে খরচা হচ্ছে।” কাউন্সিলরদের একাংশ বঞ্চিত, অপমানিত হচ্ছেন বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। আরও অভিযোগ, পৌরপ্রধান সৌমেন খানের নেতৃত্বে পুরসভায় দালাল চক্র সক্রিয়! অবিলম্বে পৌরপ্রধান সৌমেন খানের পদত্যাগের দাবি জানিছেন বিক্ষোভরত তৃণমূল কাউন্সিলররা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ