ইউনিফর্ম নেই সঙ্গে চুলের রকমারি কাটিং, ছাত্রদের মারধরের অভিযোগ পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে

ইউনিফর্ম নেই সঙ্গে চুলের রকমারি কাটিং, ছাত্রদের মারধরের অভিযোগ পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে

স্কুল ইউনিফর্ম না পরে স্কুলে আসা এবং বাহারি কায়দায় চুল কাটার অপরাধে ছাত্রদের মারধর করে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে।ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়াল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া বিদ্যাসাগর শিক্ষায়তনে। প্রশ্ন উঠছে স্কুলের শিক্ষকরা বাদে কিভাবে পরিচালন সমিতির সভাপতি পড়ুয়াদের গায়ে হাত তুললেন।

তপসিয়া বিদ্যাসাগর শিক্ষায়তনের বেশ কয়েকজন ছাত্র অভিযোগ করেন গত দু’বছর স্কুলের পোষাক না পাওয়ার ফলে বাড়িতে তেমন পোষাক নেই। তাই স্কুল ইউনিফর্ম না পরে আসার জন্য এবং চুলের কিছু বাহারি কাটিং এর জন্য শনিবার স্কুলের পরিচালন সমিতির সভাপতি অসিত বরণ গিরি মারধর করে স্কুল থেকে বের করে দেন। পড়ুয়াদের আরও অভিযোগ অভিযুক্ত সভাপতি ভয় দেখান স্কুল থেকে টিসি দিয়ে দেওয়ার।তবে পড়ুয়াদের মারধর করার অভিযোগ মানতে নারাজ তপসিয়া বিদ্যাসাগর শিক্ষায়তনের প্রধান শিক্ষক অশোক কুমার মাহাত এবং অভিযুক্ত পরিচালন সমিতির সভাপতি অসিত বরণ গিরি। তাদের দাবি, স্কুলে মিটিং করে ইউনিফর্ম পরা বাধ্যতামুল করা হয়েছে।তাই এদিন স্কুল শুরুর আগে ইউনিফর্ম পরে না আসার জন্য প্রায় ২২ জন মতো ছাত্রকে ক্লাস করতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে ইউনিফর্ম পরে এসে ক্লাস করতে। পাশাপাশি প্রধান শিক্ষক সভাপতির মারধরের বিষয়ে বলেন,প্রার্থনার সময় যখন ঘটনাটি ঘটে তখন আমি ছিলাম।আমি থাকাকালীন কোন ছাত্রকে মারধর করা হয়নি। শুধু ইউনিফর্ম পরে আসতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ