Shalboni : অরণ্য সপ্তাহ উদযাপন ঢেংবহড়া শশীভূষণ উচ্চ বিদ্যালয়ে

Shalboni : অরণ্য সপ্তাহ উদযাপন ঢেংবহড়া শশীভূষণ উচ্চ বিদ্যালয়ে

পরিবেশ সচেতনতা ও পরিবেশে বৃক্ষরোপণের গুরুত্ব ছাত্রছাত্রী ও সমাজের মধ্যে ছড়িয়ে দিতে অরণ‍্য সপ্তাহ উদযাপিত হল শালবনি ব্লকের অন্তর্গত ঢেংবহড়া শশীভূষণ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।

বিশ্ব উষ্ণায়ন ক্রমশ থাবা বসাচ্ছে পরিবেশে। বাতাসে বৃদ্ধি পাচ্ছে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ। ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হিমবাহের দ্রুত গলন থেকে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পরিবেশ বিজ্ঞানীদের ভ্রুকুটির কারণ হচ্ছে। এই পরিস্থিতিতে সমাজে ও সমাজের আগামীর ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার বার্তা দেওয়া হয় ঢেংবহড়া শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে।

আরও পড়ুন:  Garbeta : বকেয়া বিল সহ একাধিক দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মীদের

এইদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও বৃক্ষপ্রেমী মনিকাঞ্চন রায় ও নরসিংহ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তাপসকুমার ভট্টাচার্য, অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও স্কুলের পরিচালনমন্ডলীর সদস্যরা। মনিকাঞ্চন বাবু স্কুলের প্রধান শিক্ষকের হাতে ১৫টি গাছের চারা উপহার স্বরূপ তুলে দেন। শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা একযোগে বৃক্ষরোপণে অংশ নেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ