Garbeta : বকেয়া বিল সহ একাধিক দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মীদের

Garbeta : বকেয়া বিল সহ একাধিক দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মীদের

বাকি পড়ে রয়েছে বিগত দুই মাসের ডিম, সব্জি সহ বিভিন্ন বিল। নেই পর্যাপ্ত কর্মী। মিলছে না পোষণ ট্রাকার ব্যবহারের জন্য মোবাইল বা ইন্টারনেট বিল। তাই সেইগুলির সমাধান সহ আরও একাধিক দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ ব্লকে সিডিপিও-র কাছে ডেপুটেশন জমা দিলেন অঙ্গনওয়ারী কর্মীরা।

ডেপুটেশনের মাধ্যমে একাধিক দাবি রেখেছেন ব্লকের আইসিডিএস তথা অঙ্গনওয়ারী কর্মীরা৷ তাদের দাবি-
ডিম ও সবজির জন্য বরাদ্দ অর্থ বৃদ্ধি এবং সত্ত্বর বকেয়া বিল মেটাতে হবে, পোষণ ট্রাকারের জন্য মোবাইল কেনা ও ইন্টারনেটের টাকা দিতে হবে, কর্মীদের নুন্যতম মাসিক ২১ হাজার টাকা ও সহায়িকাদের মাসিক ১৫ হাজার টাকা দিতে হবে, অবসরের পর পেনশন ও গ্রাচুইটি প্রদান করতে হবে, অবিলম্বে পর্যাপ্ত কর্মী ও সহায়িকা নিয়োগ করতে হবে, জ্বালানির জন্য গ্যাস দিতে হবে নতুবা প্রদেয় জ্বালানি মূল্য বৃদ্ধি করতে হবে, সমস্ত কেন্দ্রে ঘর জল ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করতে হবে প্রভৃতি।

আরও পড়ুন:  Medinipur : শহরবাসীর জন্য সুখবর, তাঁতিগেড়িয়া রেল ক্রসিংয়ে আন্ডারপাসের ঘোষণা দিলীপের

ডেপুটেশন প্রসঙ্গে সিডিপিও জানিয়েছেন, বকেয়া বিলের টাকা মেটানোর জন্য তিনি নিজেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। নিশ্চয়তা না থাকলেও আগামী ১০ দিনের মধ্যে বকেয়া বিল মেটানোর সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন৷ ডিম, সবজি, জ্বালানি সহ বিভিন্ন বরাদ্দ ও ভাতা বৃদ্ধির বিষয়ে তিনি জানিয়েছেন, এই বিষয়টি তাঁর নিয়ন্ত্রণাধীন নয়। ডিপার্টমেন্ট থেকে বরাদ্দ স্থির হয়। সেই মতোই অঙ্গনওয়ারী কর্মীরা পেয়ে থাকেন।

আরও পড়ুন:  Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ