Ram Navami : রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, হাইকোর্টে এনআইএ

Ram Navami : রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, হাইকোর্টে এনআইএ

রামনবমীর হিংসার ঘটনা নিয়ে তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলা উপস্থাপন করা হয়।

হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া সহ রাজ্যের একাধিক জায়গায় রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। রাজ্যে অশান্তির ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। আদালতের কাছে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং এনআইএ তদন্তের দাবি জানান। সেই সময় রাজ্যকে আদালত পরামর্শ দেয় কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার। আদালতের পরামর্শ মেনে অশান্তি হওয়া এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এরপর ২৭ শে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অশান্তি সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন তুলে এনআইএ তদন্তের নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার৷ কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয়।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

হাইকোর্ট মামলা সংক্রান্ত সমস্ত নথি এনআইএ-কে হস্তান্তর করতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল। কিন্তু এনআইএ আদালতে অভিযোগ করেছে, তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য বা নথি রাজ্য হস্তান্তর করছে না এবং রাজ্যের তরফে সহযোগিতা মিলছে না। বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ