টুসু গানের মধ্য দিয়ে রাজ্য সরকারের গুনগান গাইছেন পুরুলিয়ায় শিল্পী

দুয়ারে সরকার ,স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার সহ রাজ্য সরকারের একাধিক কর্মসূচি এবার টুসু গানে। মানভূম তথা পুরুলিয়া জেলার অন্যতম উৎসব হল পুরুলিয়া মকর সংক্রান্তিতে টুসু মেলা। সেই টুসুর গান প্রতি বছরে বিভিন্ন সমসাময়িক ঘটনাবলী নিয়ে গান লিখেন পুরুলিয়া জেলার কেন্দা থানা বাসিন্দা অজয় কৃষ্ণ মাহাতো।

তার লেখা টুসু গানের জনপ্রিয়তা রয়েছে। একদিকে তিনি টুসু গান লেখেন, অন্যদিকে তিনি টুসু গান করেন। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে ওই টুসু গানের বই ছড়িয়ে দিয়েছেন যার প্রথম পাতাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ও তৃণমূলের প্রতীক রয়েছে। অজয় কৃষ্ণ বাবু জানিয়েছেন, গ্রামবাংলায় মকর সংক্রান্তি টুসু গান অন্যতম। এই গানে এবার উঠে এসেছে মুখ্যমন্ত্রীর উন্নয়নের এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি।

দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ঘটনা কে ধরে তিনি টুসু গান লিখে আসছেন। অবশ্য চলতি বছর তিনি টুসু গান লিখেছেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে। স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সহ লক্ষীর ভান্ডার এমনকি রাজ্য সরকারের খেলা হবে স্লোগানকে সামনে রেখে এবার টুসু গান লিখেছেন অজয় কৃষ্ণ মাহাতো।

তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে তার লেখা টুসু গানের বই। এবার ১০ হাজার গানের বই তৈরি করেছেন তিনি। ইতিমধ্যে বহু গানের বই বিক্রি হয়ে গিয়েছে। কেন টুসু গানের রাজ্যের উন্নয়নে বিষয় তুলে ধরা হয়েছে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে অজয় কৃষ্ণ বাবু বলেছেন, উন্নয়ন হয়েছে তাই সে প্রসঙ্গ তুলে ধরেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ