বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতছাড়া নিয়োগ মামলা! সুপ্রিম কোর্টের নির্দেশ

images 2024 01 26t161801.978

নিয়োগ মামলা আর শুনবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! সুপ্রিম কোর্ট ২০১৪ সালের টেট-উত্তীর্ণদের নিয়ে ২০১৬, ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ সংক্রান্ত সব মামলার কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চে শুনানির ক্ষেত্রে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে।

নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিরত প্রাথমিক শিক্ষকেরা। শুনানিতে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার এজলাসে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের টেট-উত্তীর্ণদের মধ্যে প্রায় ৪২ হাজার চাকরিপ্রার্থী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষকের চাকরি পান। ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেলে নাম রয়েছে প্রায় ১৬,৫০০ জনের।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

এই পরিস্থিতিতে পরীক্ষায় গড়মিলের অভিযোগ এনে মামলার প্রেক্ষিতে প্যানেলের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায়ে স্থগিতাদেশ দিলেন একক বেঞ্চেই শুনানির নির্দেশ দেয়। এরপর প্রাথমিক শিক্ষকেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা সহ কোনও বিচারপতির একক বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে না। চাকরি না-পাওয়া পরীক্ষার্থীদের বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ