ছাত্রীরা হিজাব পড়ায় ছাত্ররা পড়লো নামাবলী, তুমুল উত্তেজনা ধুলাগড়ের স্কুলে, নামলো র‍্যাফ, বাতিল পরীক্ষা

ছাত্রীদের হিজাব ও ছাত্রদের নামাবলী পড়ে স্কুলে আসাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে হাওড়ার সাঁকরাইলের ধুলোগড়ি আদর্শ বিদ্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয়েছে র‍্যাফ। বাতিল করা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা।

জানা গিয়েছে, গত সোমবার স্কুলের কিছু ছাত্রীর হিজাব পড়ে আসাকে কেন্দ্র করে প্রাথমিক সমস্যার সূত্রপাত। ছাত্রীদের হিজাব পড়ার প্রতিবাদে কিছু ছাত্র নামাবলী পড়ে স্কুলে আসে। তাদের নামাবলী খুলতে বলেন শিক্ষকেরা। এরপর স্কুলের পরিচালন সমিতি বৈঠকে বসে। সিদ্ধান্ত নেওয়া হয়, ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্ম পড়ে স্কুলে আসতে হবে, কোনো রকম ধর্মীয় পোষাক পড়া চলবে না। স্কুলের এই সিদ্ধান্তের পরেও মঙ্গলবার কিছু ছাত্র নামাবলী পড়ে স্কুলে এলে সমস্যার সূত্রপাত হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে পড়ুয়ারা৷ স্কুলে চলে ভাঙচুর, চেয়ার টেবিল ক্লাসরুম তছনছ করা হয়। বাধ্য হয়ে পঠনপাঠন বাতিল করে দেয় স্কুল কর্তৃপক্ষ, নামানো হয় র‍্যাফ। উত্তেজনার কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে, বাতিল করা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিভাবক ও পরিচালন সমিতির বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে সাঁকরাইলের ধুলোগড়ি আদর্শ বিদ্যালয়ের হিজাব ও নামাবলী বিতর্ক নিয়ে সাংসদ তথা বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “স্কুলে প্রত্যেকের ড্রেস কোড মেনে চলা উচিৎ, না হলেই অপ্রীতিকর ঘটনা ঘটে।” সরকারের বিষয়টি কড়া ভাবে দেখা উচিৎ বলেও মন্তব্য করেছেন তিনি৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ