ঝিটকায় মেদিনীপুর-লালগড় সড়কে অবরোধ, হাতির হামলার ক্ষতিপূরণ সহ একাধিক দাবি

বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকে ঝিটকায় মেদিনীপুর-লালগড় সড়কে শুরু হয়েছে অবরোধহাতির হামলায় প্রাপ্য ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন গ্রামবাসীরা।

সাম্প্রতিক সময়ে হাতির হামলায় একাধিক মৃত্যু ঘটেছে। ভেঙেছে বাড়ি, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। অভিযোগ, বন দফতরের তরফে সঠিক নিয়মে প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, দেওয়া হলেও তা ক্ষতির সাপেক্ষে যৎসামান্য। তাই দাবি আদায়ে এবার পথে নেমেছেন জঙ্গল পার্শ্ববর্তী গ্রামগুলির গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে লালগড় ব্লকে ঝিটকায় মেদিনীপুর-লালগড় সড়কে অবরোধ করা হয়েছে। শেষ পাওয়া খবর অনু্যায়ী, অবরোধ এখনও চলছে। গ্রামবাসীরা লিখিত ভাবে দাবি পেশ করেছেন লালগড় রেঞ্জের ফরেস্ট রেঞ্জ অফিসারের কাছে।

আরও পড়ুন:  Elephant Attack: হরিয়াতাড়ায় হাতির হানা, ভাঙলো মাটির বাড়ি

তাঁদের দাবি, অবিলম্বে বিঘা প্রতি ৭ কুইন্টাল ধানের মূল্য ৭ দিনের মধ্যে সরকারি ভাবে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। সেই সঙ্গে আরও দাবি, হাতির কারণে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে, হাতির হামলায় গ্রামবাসীদের মৃত্যু বা কেউ আহত হলে ক্ষতিপূরণ দিতে হবে, ঘর বা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, ২০২১ সালের ক্ষতিপূরণের বকেয়া টাকা অবিলম্বে মেটাতে হবে, হাতির হামলায় গৃহপালিত পশু আহত হলে বা মৃত্যু হলে ক্ষতিপূরণ দিতে হবে। এইদিন কয়েকশো গ্রামবাসী হাতে প্লাকার্ড নিয়ে দাবি আদায়ে পথে নেমেছেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ