বিধানসভা ভোটের পর থেকেই রাজ্যে বিজেপিতে ভাঙন অব্যাহত। উত্তর দিনাজপুরে ফের প্রকট হল ভাঙন। এর আগে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের দুই বিজেপি বিধায়ক দল ছেড়ে ছিলেন। তারপর থেকেই দিনাজপুরে ক্রমশ দুর্বল হচ্ছে বিজেপি। নতুন বছরের শুরুতেই করণদিঘি ও ইটাহারে বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন কয়েকশো নেতা কর্মী।
- Advertisement -
এমনিতেই বিধানসভা ভোটে বিজেপির আশানুরূপ ফল না হওয়ার পর থেকেই একের পর গ্রামপঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে এসেছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে করণদিঘিতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও করণদিঘির বিধায়ক গৌতম পালের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য। ইটাহারে বিজেপির বিধানসভা ভোটের প্রার্থীও তৃণমূলে যোগ দেন। উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি, বিপ্লব মিত্র ও সাবিনা ইয়াসমিন।