কুলগাছিয়ার ভয়াবহ দুর্ঘটনা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২ অধ্যাপিকা সহ ৩ জনের মৃত্যু

কুলগাছিয়ার ভয়াবহ দুর্ঘটনা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২ অধ্যাপিকা সহ ৩ জনের মৃত্যু

হাওড়ার কুলগাছিয়ার কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২ জন অধ্যাপিকা সহ ৩ জনের মৃত্যু বলে জানা গিয়েছে। গুরুতর জখম আরও ১ জন।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেট গাড়িতে মেদিনীপুর থেকে কলকাতায় যাচ্ছিলেন আক্রান্তরা। হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়ার ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। উল্টোদিক থেকে খড়গপুরের দিকে তীব্র গতিতে আসা একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বিপরীত লেনে এসে চার চাকা গাড়িটিতে ধাক্কা দেয়। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গাড়ির ভেতরে থাকা তরুণী দুই অধ্যাপিকা সহ তিন জনকে গ্যাসকাটার দিয়ে গাড়ির দরজা কেটে উদ্ধার করে পুলিশ। তাঁদের শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম হয়ে ট্রেলারের চালক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় মুম্বাই রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন:  Birendra Setu : বীরেন্দ্র সেতুতে চলছে লোড টেস্টিং, উপস্থিত মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ