Birendra Setu : বীরেন্দ্র সেতুতে চলছে লোড টেস্টিং, উপস্থিত মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান

Birendra Setu : বীরেন্দ্র সেতুতে চলছে লোড টেস্টিং, উপস্থিত মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর উপর খড়গপুর ও মেদিনীপুরের সংযোগকারী দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে সংস্কারের পর লোড টেস্ট জনিত কাজের জন্য অ্যাম্বুলেন্স ব্যতীত সমস্ত যানবাহন ও পথচারীদের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই লোড টেস্টিং চলছে। পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত খোদ মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান

বীরেন্দ্র সেতুতে ১৭ আগস্ট রাত ১১টা থেকে ২১ আগস্ট রাত ১১টা পর্যন্ত অ্যাম্বুলেন্স ব্যতীত সমস্ত রকম যানবাহন ও পথচারীদের চলাচল নিষেধ। লোড টেস্টের জন্য ৯৬ ঘন্টা ৬০ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত এই সেতুর উপর দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। বেশ কিছুদিন ধরেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে সংস্কার চলছিল পুরাতন এই সেতুটির। সম্প্রতি লোড টেস্টিং চলবে বলে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। তারপর জেলাশাসক ও জেলা পুলিশ সুপার যৌথ সাংবাদিক সম্মেলন করে জেলাবাসীর সহযোগিতা প্রার্থনা করেন ও অ্যাম্বুলেন্সের জন্য সেতু ব্যবহার করা যাবে বলে জানান।

আরও পড়ুন:  Medinipur : আমতলার সাঁকোতে বাইক পারাপার নিষিদ্ধ, জারি বিজ্ঞপ্তি

বীরেন্দ্র সেতু বন্ধ থাকায় নিত্য অসুবিধায় পড়ছেন বহু মানুষ। ব্যবহৃত হচ্ছে বিভিন্ন বিকল্প রাস্তা। অন্যদিকে লোড টেস্টিং-এর কাজ দ্রুত শেষ করতে রাতেও বীরেন্দ্র সেতুর উপর চলছে কাজ। উপস্থিত রয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা৷ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে উপস্থিত হন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানও।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ