Mamata Banerjee : মান্ডিতে ধান ফেরালে এফআইআর করার নিদান মুখ্যমন্ত্রীর

কিষান মান্ডিতে ধান বিক্রি করতে গিয়ে কেউ ফিরে গেলে থানায় এফআইআর করার নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানে কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের সাহায্য করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকেই দিলেন একাধিক বার্তা।

কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ৭৯ লাখ কৃষককে ২,৩৮৫ কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, আগে ৬ হাজার টাকা করে দেওয়া হত। কিন্তু নির্বাচনে জিতে এসেই তিনি ১০ হাজার টাকা করে সাহায্যের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। কিষাণ মান্ডি নিয়ে নানা অভিযোগ নিয়েও এইদিন বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, অভিযোগ আসছে, “কিষাণ মান্ডিতে ধান নিয়ে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দিলে, সময় মতো কাজ না করলে, আপনারা বিডিও অফিসে যাবেন। থানায় গিয়ে এফআইআর করবেন।”

আরও পড়ুন:  শ্রীরামকৃষ্ণ সারদাপিঠ গার্লস স্কুলে মুখ্যমন্ত্রী, সময় কাটালেন পড়ুয়াদের সঙ্গে

মুখ্যমন্ত্রী আরও বলেন, “যখন ধান বিক্রি করতে যাচ্ছে তাদের ওজনটা যেন ঠিকঠাক নেওয়া হয়। অ্যাগ্রো মার্কেটিংয়ে থেকে কেউ যদি কাজ না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপি ডিএমদের বলব।” সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘যে দায়িত্ব নেবে না, তার ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। এ রকম কেস বাঁকুড়ায় হয়েছে। আমরা অ্যাকশন নিয়েছি।’’ বিজেপিকেও কৃষক নীতি নিয়ে আক্রমণ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ