ফের পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি, সৌজন্যে জলপাইগুড়ির বিজেপি সাংসদ

ফের পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি, সৌজন্যে জলপাইগুড়ির বিজেপি সাংসদ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের উত্তরবঙ্গ সফর করেছেন। গতকাল আলিপুরদুয়ার থেকে তীব্র বার্তা দিয়েছেন বাংলা ভাগের বিরুদ্ধে। তারই মধ্যে ফের উত্তরবঙ্গকে পুনরায় পৃথক রাজ্য করার দাবি উঠলো। এবার সেই দাবি তুললেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়।

জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় অভিযোগ করেন, “মিনি সেক্রেটারিটের স্বপ্ন দেখিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সে মিনি সেক্রিটারিটে সেক্রেটারি ক’জন আছে?” তাঁর কটাক্ষ, “গরীব মানুষকে গরীব থেকে আরও গরীব বানিয়েছেন। আয়ুষ্মান ভারতের সুবিধা দেন না। যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, ওটা স্বাস্থ্যসাথী নাকি স্বাস্থ্যের বিরোধী, নার্সিংহোমে গেলেই বুঝতে পারেন।”

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি, জানালেন বিজেপি বিধায়ক

তাঁর দাবি, “মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন। প্রত্যেকটা মানুষের দাবি, আমরা এভাবে কতদিন বঞ্চিত থাকব? উত্তরবঙ্গ পৃথক রাজ্য হোক।” এমনকি দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া কেএলও নেতা জীবন সিংহ সম্পর্কে তিনি বলেন, “জীবন সিংহ উত্তরবঙ্গকে আলাদা করে ভাবনা চিন্তা করছেন। সেদিক থেকে আমি তাঁর বিরুদ্ধে নই।” এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন:  Dilip Ghosh: “ডিসেম্বর আসুক কিছু তো হবেই”, সত্য সাঁই বাবার জন্মদিনে খড়গপুর এসে বললেন দিলীপ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ