Medinipur Durga Puja: অরবিন্দ নগরের পুজোয় এবার ৬৫ ফুটের মহাদেব

Medinipur Durga Puja: অরবিন্দ নগরের পুজোয় এবার ৬৫ ফুটের মহাদেব

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের অরবিন্দ নগর দুর্গাপুজো কমিটি মাতৃবন্দনা এই বছর ৩৫ তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর তাদের পুজোর প্যান্ডেলের থিম তামিলনাড়ুর কোয়েম্বাতোরের আদিযোগী মহাদেবের ৬৫ ফুটের মূর্তি।

বিগত কয়েক বছর ধরেই জেলার দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ অরবিন্দ নগরের পুজো। প্রতিবছরই তাদের পুজোর থিমে চমক ও অভিনবত্ব বজায় থাকে। এই বছরের আকর্ষণ ৬৫ ফুটের মহাদেব মূর্তির প্যান্ডেল। তার ভেতর দিয়ে মন্ডপে প্রবেশ করে প্রতিমা দর্শন করবেন দর্শনার্থীরা।

আরও পড়ুন:  Durga Puja : দুর্গাপুজোয় জয়চন্ডী মন্দিরে পুজো পান শবরদের দেবী

পূজা কমিটির মেম্বার অরিজিৎ দাস জানিয়েছেন, এই বছরের পুজোর উদ্বোধন হবে আগামী মঙ্গলবার। ৬৫ ফুটের আদিযোগী মহাদেবের মূর্তিটিই পুজোর মূল আকর্ষণ। মহাদেবের মূর্তিটি বানানো হয়েছে ফাইবার কাস্টিং করে। এছাড়াও প্যান্ডেলের ভেতরে থাকছে ১২টি মহাদেবের বিভিন্ন মূর্তি। অরবিন্দ নগর পূজা কমিটির এই বছরের বাজেট ১৩ লক্ষ টাকা। তাঁদের থিম অন্যান্য বছরের মতোই দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হবে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা।

আরও পড়ুন:  Medinipur : বান্ধবীর মৃত্যুতে যুবকের আত্মহত্যা! শোকের ছায়া মেদিনীপুরে

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ