Medinipur : ফাস্টফুডের দোকানে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ২ জন

Medinipur : ফাস্টফুডের দোকানে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ২ জন

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মঙ্গলবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা মেদিনীপুরে। মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে রাস্তার ধারের এক ফাস্ট ফুড স্টলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় দুই জন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, এই দিন দুপুরে কলেজ স্কোয়ারে ফুটপাতের এক ফাস্টফুডের দোকানের ৩ জন কর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ২ জন কর্মীর মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। প্রাথমিক ভাবে দুর্ঘটনার কারণ বুঝতে না পারলেও একটু পরে স্থানীয়রা বুঝতে পারেন তাঁরা বিদ্যুৎপৃষ্ট হয়েছেন। বাঁশে করে তাঁদের সরিয়ে এনে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আশিষ সাউ (২৮)কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত দু’জন – সমীর মাঝি, প্রবীর দাস আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

আরও পড়ুন:  Medinipur : বেহাল দশা উদয়পল্লী-কুইকোঠা রাস্তার, দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও অবরোধ

ঘটনার খবির পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল ও বিদ্যুৎ দফতরের কর্মীরা, মেদিনীপুর পৌরসভার আধিকারিক ও কোতোয়ালী থানার পুলিশ। বিদ্যুৎ দফতরের তরফে প্রথমে দুর্ঘটনাগ্রস্ত দোকানটি এবং পরে ফুটপাতের সমস্ত দোকানের বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, বেআইনি ভাবে ফুটপাতের দোকানটিতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে কোনও ভাবে সমস্ত দোকানটিই বিদ্যুৎবাহী হয়ে পড়ে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানও বিদ্যুৎ দফতরকে শহরের ফুটপাতের সমস্ত বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলেছেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ