Friday, September 22, 2023

Nusrat Jahan : ইডি দফতরে হাজিরা নুসরতের, চলছে জেরা

প্রকাশিত:

- Advertisement -

ফ্ল্যাট দুর্নীতি নিয়ে অভিযোগ সংক্রান্ত বিষয়ে ইডির তলব পেয়েছিলেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। মঙ্গলবার প্রত্যাশা মতোই কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হলেন তিনি। সকাল ১১ টা নাগাদ তাঁকে ডেকে পাঠানো হলেও নির্ধারিত সময়ের আগেই সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ হাতে নথি নিয়ে বসিরহাটের সাংসদকে ইডি দফতরে প্রবেশ করতে দেখা যায়৷ নিজের বিরুদ্ধে ওঠা ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত অভিযোগ আগেই অস্বীকার করেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ এনে ইডি-র দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা ও অন্যান্যরা। দাবি, নুসরতের সংস্থা ২০১৪ সালে মোট ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল। সংস্থা ৩ বছরের মধ্যে প্রত্যেককে রাজারহাটে হিডকোর দফতরের কাছে ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। শঙ্কুদেবদের অভিযোগ, প্রতিশ্রুতি মতো ফ্ল্যাট মেলেনি।

আরও পড়ুন:  Abhishek Banerjee : অভিষেককে ইডির তলব 'ইন্ডিয়া'র বৈঠকের দিন, '৫৬ ইঞ্চির ছাতি' উল্লেখ করে কটাক্ষ নেতার

এরপরে অভিযোগ প্রসঙ্গে উত্তর দিতে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডাকেন নুসরত। সাংবাদিক বৈঠকে এসে নুসরত জানান, “যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাদের থেকেই ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার ঋণ নিয়েছিলাম। সেই টাকায় বাড়ি কিনেছি। ২০১৭ সালের ৬ মে সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাঙ্কের নথিও আমার কাছে আছে। আমি দুর্নীতিতে যুক্ত নই।” ১০ মিনিটের মধ্যে নিজের বক্তব্য পেশ করেই সাংবাদিক বৈঠক ত্যাগ করেন বসিরহাটের সাংসদ। ব্যাঙ্কের পরিবর্তে সংস্থা থেকে তিনি ঋণ কেন নিয়েছেন, সাংবাদিকদের এই প্রশ্নে কার্যত মেজাজ হারান তৃণমূল সাংসদ। সাংবাদিকদের প্রশ্নের মাঝেই কোনও উত্তর না দিয়েই কক্ষত্যাগ করেন নুসরত৷ সেই মামলাতেই নুসরতকে তলব করেছে ইডি।

আরও পড়ুন:  Abhishek Banerjee : অভিষেককে ইডির তলব 'ইন্ডিয়া'র বৈঠকের দিন, '৫৬ ইঞ্চির ছাতি' উল্লেখ করে কটাক্ষ নেতার

 

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Medinipur : ৬-২ ব্যবধানে জিতে দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের সেমিফাইনালে ‘মেদিনীপুর মহামেডান’

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যমেদিনীপুর সদর (Medinipur) মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় মেদিনীপুর শ্রী অরবিন্দ স্টেডিয়ামে...

Horoscope Today: আজকের রাশিফল ১৭/৯/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। কোথাও পয়সা...

World Bank : বিশ্ব ব্যাঙ্ক থেকে ৩,২০০ কোটি টাকা ঋণ পাচ্ছে রাজ্য

রাজ্যের (West Bengal) জন্য সুখবর! বিশ্ব ব্যাঙ্ক (World Bank) রাজ্য সরকারকে ৩,২০০ কোটি টাকা...