Medinipur : আমতলার সাঁকোতে বাইক পারাপার নিষিদ্ধ, জারি বিজ্ঞপ্তি

Medinipur : আমতলার সাঁকোতে বাইক পারাপার নিষিদ্ধ, জারি বিজ্ঞপ্তি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর উপর খড়গপুর ও মেদিনীপুরের সংযোগকারী দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে অ্যাম্বুলেন্স ব্যতীত সমস্ত যানবাহন ও পথচারীদের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পরিস্থিতিতে পথচারি, সাইকেল বা মোটর সাইকেল আরোহীরা মেদিনীপুর থেকে খড়গপুর যেতে বিকল্প হিসাবে ব্যবহার করছিলেন আমতলা সংলগ্ন বাঁশের সাঁকো। কিন্তু দুর্ঘটনার আশঙ্কায় মোটর সাইকেল নিয়ে সাঁকো পারাপারে জারি হল নিষেধাজ্ঞা।

আরও পড়ুন:  Medinipur to Kharagpur : মেদিনীপুর থেকে খড়গপুর, বিকল্প পথের হদিস

বীরেন্দ্র সেতুতে ১৭ আগস্ট রাত ১১টা থেকে ২১ আগস্ট রাত ১১টা পর্যন্ত অ্যাম্বুলেন্স ব্যতীত সমস্ত রকম যানবাহন ও পথচারীদের চলাচল নিষেধ। সেই পরিস্থিতিতে মেদিনীপুর থেকে খড়গপুর যেতে কম সময়ের বিকল্প পথ হিসাবে আমতলা ঘাটের বাঁশের সাঁকো ব্যবহার করছেন মানুষজন। পথাচারীদের পাশাপাশি মোটর সাইকেল নিয়েও চলছিল পারাপার। সাঁকো পারাপারে ভিড় নিয়ন্ত্রণে নিয়োজিত হয়েছিল জেলা পুলিশ। এবার ভিড়ের চাপে দুর্ঘটনার আশঙ্কায় সাঁকোর উপর মোটর সাইকেল বা স্কুটি নিয়ে পারাপারে জারি হয়েছে নিষেধাজ্ঞা। অন্যদিকে জেলা প্রশাসনের তরফে সাঁকোর কাছে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। ভারী জিনিসপত্র পারাপার হচ্ছে নৌকায়।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ