Medinipur to Kharagpur : মেদিনীপুর থেকে খড়গপুর, বিকল্প পথের হদিস

Medinipur to Kharagpur : মেদিনীপুর থেকে খড়গপুর, বিকল্প পথের হদিস

পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর উপর খড়গপুর ও মেদিনীপুরের সংযোগকারী দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে সংস্কারের পর লোড টেস্ট জনিত কাজের জন্য অ্যাম্বুলেন্স ব্যতীত সমস্ত যানবাহন ও পথচারীদের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পরিস্থিতিতে পথচারি, সাইকেল বা মোটর সাইকেল আরোহীদের জন্য মেদিনীপুর থেকে খড়গপুর যেতে কম সময়ের বিকল্প পথ হতে পারে আমতলা ঘাটের বাঁশের পোলের রাস্তা।

আরও পড়ুন:  Birendra Setu : বীরেন্দ্র সেতুতে চলছে লোড টেস্টিং,খতিয়ে দেখতে হাজির বিধায়ক দীনেন রায়

এই রাস্তাটি একদিকে বড়কলা হয়ে ৬ নম্বর জাতীয় সড়ক ও অন্যদিকে মেদিনীপুরের পাটনা বাজারকে সংযুক্ত করেছে। মেদিনীপুর থেকে যেতে হলে প্রথমে পাটনা বাজার থেকে নজরগঞ্জের দিকে আমতলা ঘাট। বাঁশের ব্রিজ পার হয়ে বড়কলা হাই স্কুল। সেখান থেকে বাঁ দিক ধরলে কেশপাল পৌঁছাতে পারবেন। তারপর বাঁদিকে রাস্তা ধরে মোহনপুর আর ডানদিকে সোজা গেলে চৌরঙ্গী পৌঁছে যাবেন। অথবা বড়কলা থেকে ডান দিকে গেলে গোকুলপুরে উঠবেন, কিংবা গ্রামের ভিতরের রাস্তা মারফর পৌঁছাতে পারবেন ৬ নম্বর জাতীয় সড়ক।

আরও পড়ুন:  Birendra Setu : ফের চালু হল বীরেন্দ্র সেতু, স্বস্তি জেলাবাসীর

খড়গপুর ও মেদিনীপুরের প্রশাসন বিকল্প হিসাবে রাস্তাটির পর্যবেক্ষণ করছে। বাঁশের ব্রিজের দুই দিকে পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। এই ভিতরের রাস্তা যথেষ্ট গলি ও বাঁক বিশিষ্ট৷ তাই অসুবিধায় পড়লে পথচারীদের থেকে দিকনির্দেশ নেওয়া বাঞ্ছনীয়।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ