Bankura Cave: খাতড়ায় রহস্যময় গুহার হদিস, ছিল আদিম মানুষের বাসস্থান দাবি স্থানীয় গবেষকদের

Bankura Cave: খাতড়ায় রহস্যময় গুহার হদিস, ছিল আদিম মানুষের বাসস্থান দাবি স্থানীয় গবেষকদের

বাঁকুড়ার খাতড়ার পোড়াপাহাড়ে রহস্যময় গুহার সন্ধান পেলেন স্থানীয় লোকগবেষক মধুসূদন মাহাতো। তিনি ও স্থানীয় অন্যান্য গবেষকদের মতে গুহায় বসবাস ছিল আদিম মানুষদের।

বাঁকুড়ার খাতড়ার পোড়াপাহাড়ে সম্প্রতি উত্তর মুখে উচ্চতা ৬ ফুট ও চওড়ার ৪-৫ ফুট গুহার সন্ধান পান মধুসূদন মাহাতো। পরে তিনি অনুসন্ধান চালিয়ে দেখেন কিছু দূর গিয়ে গুহাটি দুইভাগে ভাগ হয়েছে। ডান দিকের সুড়ঙ্গটি ৬০ ফুটের এবং বাম দিকের সুড়ঙ্গটি প্রায় ২০০ ফুট। এই বাম দিকের সুড়ঙ্গটির দুই ধারে সাতটি কুঠুরি মিলেছে। মধুসূদন মাহাতো সহ স্থানীয় অন্যান্য গবেষক ও ইতিহাস চর্চা করা মানুষদের অনুমান, সম্ভবত সেখানে আদিম মানুষদের বসবাস ছিল। তাঁরা বিষয়টি নিয়ে আরও গবেষণা ও গুহাটি সংরক্ষণের দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ