Nusrat Jahan : নুসরতকে ইডির তলব, ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণার মামলার জের

Nusrat Jahan : নুসরতকে ইডির তলব, ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণার মামলার জের

এবার তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে তলব করলো ইডি। ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণার মামলাকে কেন্দ্র করে অভিযোগের প্রেক্ষিতে তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ এনে ইডি-র দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা ও অন্যান্যরা। দাবি, নুসরতের সংস্থা ২০১৪ সালে মোট ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল। সংস্থা ৩ বছরের মধ্যে প্রত্যেককে রাজারহাটে হিডকোর দফতরের কাছে ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিল। শঙ্কুদেবদের অভিযোগ, প্রতিশ্রুতি মতো ফ্ল্যাট মেলেনি।

আরও পড়ুন:  Abhishek Banerjee : “লোকসভায় ‘ইন্ডিয়া’ জিতলে ৫০০ টাকায় গ্যাস”, ঘোষণা অভিষেকের

এরপরে অভিযোগ প্রসঙ্গে উত্তর দিতে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডাকেন নুসরত। সাংবাদিক বৈঠকে এসে নুসরত জানান, “যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাদের থেকেই ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার ঋণ নিয়েছিলাম। সেই টাকায় বাড়ি কিনেছি। ২০১৭ সালের ৬ মে সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাঙ্কের নথিও আমার কাছে আছে। আমি দুর্নীতিতে যুক্ত নই।” ১০ মিনিটের মধ্যে নিজের বক্তব্য পেশ করেই সাংবাদিক বৈঠক ত্যাগ করেন বসিরহাটের সাংসদ। ব্যাঙ্কের পরিবর্তে সংস্থা থেকে তিনি ঋণ কেন নিয়েছেন, সাংবাদিকদের এই প্রশ্নে কার্যত মেজাজ হারান তৃণমূল সাংসদ। সাংবাদিকদের প্রশ্নের মাঝেই কোনও উত্তর না দিয়েই কক্ষ ত্যাগ করেন নুসরত৷ সেই মামলাতে নুসরতকে এবার তলব করেছে ইডি। নুসরত ছাড়াও অভিযুক্ত সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ