পথ দেখাচ্ছে পুরুলিয়া, রুক্ষ মাটিতে কাশ্মীরের রসালো আপেল দেখে অবাক বিডিও সাহেব

পথ দেখাচ্ছে পুরুলিয়া, রুক্ষ মাটিতে কাশ্মীরের রসালো আপেল দেখে অবাক বিডিও সাহেব

বিশাল বড় বড় দুই আপেল গাছে ঝুলে রয়েছে রসালো আপেল। এমন চিত্র অত্যন্ত স্বাভাবিক কাশ্মীরে , তবে পুরুলিয়ার মাটিতে নয়। কিন্তু পুরুলিয়ার রুক্ষ মাটি আর তপ্ত আবহাওয়ায় এমন দৃশ্য কল্পনারও অতীত। অথচ একে সত্যি করে দেখিয়েছেন পুরুলিয়ারই কৃষক সর্বেশ্বর কুইরি। নিজের চেষ্টাতেই দুটি গাছে দেখার মতন ফলন করেছেন তিনি।

সর্বেশ্বর বলেন তার ছেলে কাশ্মীরে গিয়ে আপেল বাগান দেখে মোহিত হয়ে যায়। এরপর আপেল গাছ লাগানোর জন্য নিজের ইচ্ছের কথা জানায় সে। সেই মতো বছর তিনেক আগে আপেলের দুটি চারা লাগান তারা। এজন্য ফসফেট, গোবর এবং অনন্য সর দিয়ে প্রথমে মাটি তৈরি করেন। গাছ লাগানোর পর তাতে নিয়মিত জল দেওয়া হয়। প্রচন্ড যত্নে অল্প সময়ের মধ্যেই বেড়ে ওঠে গাছ দুটি। গত বছরই আপেলের ফলন হয়। প্রায় পনেরো কেজি আপেল পান তিনি।

সর্বেশ্বর কুইরি আরও বলেন , এই আপেল যথেষ্ট সুস্বাদু। ইতিমধ্যেই আপেল গাছ দুটি দেখার জন্য বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছে এলাকায়। বহু মানুষ এই আপেল গাছ দেখা জন্য আসছেন। অনেকেই চাষ করার জন্যও আগ্রহ দেখাচ্ছেন।

বাঘমুন্ডির বিডিও দেবরাজ ঘোষ নিজেও গিয়ে দেখে এসেছেন এই আপেল। তিনি বলেছেন , পুরুলিয়ার মাটিতে আপেল হচ্ছে এটা অভিনব। এই চাষ বাণিজ্যিক ভাবে সফল হতে পারে কিনা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। তবে জেলার কৃষি দফতরের মতে এই গরম এলাকায় আপেল চাষ বাণিজ্যিক ভাবে সফল হবার সম্ভাবনা নিতান্তই কম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ