BRAKING NEWS

Train News : বাতিল ট্রেন পুনরায় চালু ঝাড়গ্রাম-পুরুলিয়া-আদ্রা রুটে, দেখুন তালিকা

Train News : বাতিল ট্রেন পুনরায় চালু ঝাড়গ্রাম-পুরুলিয়া-আদ্রা রুটে, দেখুন তালিকা, GNE BANGLA

দক্ষিণ-পূর্ব রেলের তরফে উন্নয়নমূলক কাজের জন্য আদ্রা ডিভিশনে বাতিল করা হয়েছিল বেশ কিছু ট্রেন। আদ্রা ডিভিশনের বিরামডিহি ওয়ার্ডে কাজ সম্পূর্ণ হয়েছে। সেই কারণে ৪ ঠা মার্চ শনিবার থেকে নিম্নলিখিত ট্রেনগুলি পুনরায় নির্ধারিত সূচী অনুযায়ী চলবে।

৪ মার্চ থেকে নির্ধারিত সূচী অনুযায়ী পুনরায় চালু হতে চলা ট্রেনগুলি-

Train Cancel : ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু যাবে না পুরো পথ, বাতিল বেশ কয়েকটি ট্রেন

০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু স্পেশাল
১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটানগর-ধানবাদ সুবর্ণরেখা এক্সপ্রেস
০৮৬৪৭/০৮৬৪৮ আদ্রা-বরাভূম-আদ্রা মেমু স্পেশাল
০৮৬৯৭/০৮৬৯৮ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেস