Barrage : বিভিন্ন বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল, সতর্কতা পশ্চিম মেদিনীপুরে

Barrage : বিভিন্ন বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল, সতর্কতা পশ্চিম মেদিনীপুরে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বিগত কিছুদিন ধরেই নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হচ্ছে সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷ তারই ফলে মাইথন, পাঞ্চেত সহ একাধিক জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে৷ তারই জেরে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

জলছাড়া ও জেলাগুলির পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এরপর পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি জেলার সমস্ত মহকুমা শাসক, বিডিও, পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দপ্তর, স্বাস্থ্য আধিকারিক, পিএইচই ও সেচ দপ্তরের আধিকারিক, জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

আরও পড়ুন:  Kharagpur Robbery : জমি থেকে পাকড়াও ডাকাত, ড্রোন উড়িয়ে ধৃত ২, পুলিশি তল্লাশি বাকিদের খোঁজে

জানা গিয়েছে, গালুডি ব্যারেজ থেকে বেলা ১২:৩০ পর্যন্ত ৯২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল দাঁতন ও কেশিয়ারি হয়ে বয়ে যাবে। এছাড়াও কংসাবতী বাঁধ থেকে ৫০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে, পরে বৃদ্ধি করে ১০ হাজার কিউসেক করা হবে৷ দুর্গাপুর ব্যারেজ থেকে ১২ টা পর্যন্ত প্রায় ৭০ হাজার কিউসেক জল ছাড়ার খবর মিলেছে৷

আরও পড়ুন:  Rojgar Mela : খড়গপুর আইআইটিতে চাকরি মেলা, ১৯৭ জনকে দেওয়া হল নিয়োগপত্র

জেলা প্রশাসনের তরফে বাঁধগুলির উপর নজরদারি চালানো হচ্ছে। আগাম ত্রাণ শিবির খোলা হয়েছে। আগামী কয়েক দিন মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা, মহকুমা ও ব্লক স্তরে ২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা স্তরের কন্ট্রোল রুম নম্বর ০৩২২২-২৭৫৮৯৪ এবং ৮৩৪৮৩৩৮৩৯৩। সেচ দপ্তরের কন্ট্রোল রুম – ৭৬০২৬০২১৮১, জেলার স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুম – ৮৬৯৫৫০০৩৫০।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ