বানান ভুল আবেদনপত্রে, পুরুলিয়ার স্কুলের আবেদনপত্রের ছবি ভাইরাল সমাজমাধ্যমে

স্কুলের আবেদনপত্রের শিরোনামে ‘স্কুল’ এর ইংরাজি বানান ভুল। পুরুলিয়ার বোরো থানা এলাকার দিঘি হাইস্কুলের আবেদনপত্রের সেই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভাইরাল হওয়া ছবিটির সত্যতা যাচাই করা হয়নি GNE বাংলা-র তরফে৷

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গিয়েছে ‘স্কুলের’ ইংরাজি বানান “SCHOLL” মুদ্রিত হয়েছে। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিক ও রাজনৈতিক তরফে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে উড়ে এসেছে একের পর এক কটাক্ষ। কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীদের বিক্ষোভে এক ছাত্রীকে ‘আমব্রেলা’ বানান ভুল বলেন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে। যা নিয়ে কটাক্ষে ভরে গিয়েছিল সমাজমাধ্যম। এবার নেটাগরিকদের বক্তব্য ‘শিক্ষকরা যেখানে ভুল নিয়ে সচেতন নন, সেখানে পড়ুয়াদের দোষ দিয়ে লাভ নেই!’ যদিও স্কুলটির তরফে জানা গিয়েছে, মুদ্রণের ত্রুটির জন্যই এই সমস্যা। এমনকি ত্রুটিটি নজরে পড়ার সঙ্গে সঙ্গে বদলে দেওয়া হয়েছে আবেদনপত্র। তা সত্ত্বেও পুরাতন ‘ভুল মুদ্রণ’ যুক্ত আবেদনপত্রটির ছবি ভাইরাল করা হয়েছে। যদিও অনেক শিক্ষাবিদ লকডাউনে দীর্ঘকালীন স্কুল বন্ধ, পাশ-ফেল ও পরীক্ষাকে গুরুত্ব না দেওয়ার মতো বিষয়গুলি উল্লেখ করে শিক্ষাব্যবস্থার অবনমনের সিঁদুরে মেঘ দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ