ভোটের মরসুমের মধ্যেই বৃহস্পতিবার নন্দীগ্রামে রাম পুজোর উদ্বোধন করলেন সেখানকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাম মন্দির উদ্বোধনের পাশাপাশি ধর্ম প্রসঙ্গে জনগণকে একাধিক বার্তাও দিলেন বিধায়ক।
বৃহস্পতিবার রাম মন্দিরের শুভ উদ্বোধনের পর মঞ্চে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ‘মোদিজির নেতৃত্বে সকল সনাতনী হিন্দুরা সুরক্ষিত রয়েছেন। আমাদের দেখছি কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্করণ করেছেন মোদিজি। দেশের নেতা ঠিক না থাকলে দেশ আফগানিস্তানের তালিবানে পরিণত হবে। তাই সর্বদা নিজের ধর্ম বজায় রেখে ধর্মের পথ অনুসরণ করে দেশের সঠিক নেতাকে বেছে নিতে হবে’।
- Advertisement -
অন্যদিকে আবার রাম মন্দির যারা প্রতিষ্ঠিত করল তারাই উত্তরপ্রদেশের যোগী রাজ্যের প্রতিষ্ঠা করবে সেই প্রসঙ্গে নন্দীগ্রামে বিধায়ক বলেন, ‘অযোধ্যায় ভেজাল হিন্দু থাকে না, যারা ৫০০ টাকায় বিক্রি হয়ে যাবে।
- Advertisement -
আমাদের এখানে অধিকাংশ হিন্দু রয়েছে যারা ৫০০ টাকায় নিজেদের বিক্রি করে দেয়। কিছু ভালো হিন্দুও রয়েছে যারা আমাকে ভোট দিয়েছে। বিকাশ ভট্টাচার্য ও সুবোধ সরকার রাস্তার উপর দাঁড়িয়ে গরুর মাংস খায় এরা আবার হিন্দু’!