“পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

"পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে", তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

মঙ্গলবার বাঁকুড়ার রাইপুরে বিজেপির সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভায় সৌমিত্র খান সহ বিজেপির একাধিক নেতা উপস্থিত ছিলেন। নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক, সিপিএম ও অমিয় পাত্রকে তীব্র আক্রমণ করেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে।”

শুভেন্দু নিজের বক্তব্যে বলেন, “জঙ্গলমহলের বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী বলছেন, আমি বীরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি! জঙ্গলমহল ছুটি চায় না! জঙ্গলমহল চাকরি চায়, জঙ্গলমহল জমি জঙ্গল জলের অধিকার ফিরে পেতে চায়।” মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিয়ে বিরোধী দলনেতা বলেন, “বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না! কেন্দ্র টাকার হিসেব চায়!” তিনি প্রশ্ন তোলেন, কেন্দ্র টাকা না দিলে ৪০ লক্ষ আবাস যোজনার বাড়ি হল কি করে। তাঁর আরও প্রশ্ন, “বেলপাহাড়ি, রানীবাধ, রাইপুরের গ্রামগুলো বাড়ি পায়নি কেন? ৪০ লক্ষ বাড়ির জন্য ১ লাখ ২৫ হাজার টাকা করে নরেন্দ্র মোদি দিয়েছেন। আর মামার বাড়ির আবদার লিখেছিলেন, বাংলা আবাস যোজনা।” বলেন, “মোদিজি ৯ কোটি ল্যাট্রিন দিয়েছেন ভারতবর্ষে। আমাদের রাজ্যে ৭০ লক্ষ। পায়খানার টাকাও খেয়ে ফেলেছে। যে কয়টা বাথরুম বানিয়েছে সেখানে পার্থ, কেষ্টকে ঢুকিয়ে দিলে বের করতে পারবেন না।”

আরও পড়ুন:  অভিষেকের ছেলেকে নিয়ে টুইটের অভিযোগ, শুভেন্দুকে শোকজ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের

এইদিন নিজের বক্তব্যে সিপিআইএম-কেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, “বিজেপি রিয়েল অপোজিশন, সেটিং অপোজিশন নয়! পার্থ, কেষ্ট, মানিক জেলে তাই এখন অমিয় পাত্র মিছিল করতে বেরিয়ে পড়েছে। ১১ বছর দেখা সাক্ষাৎ নেই, এই দু’দিন খুব লম্ফঝম্প! ঘরে ঢুকে গিয়েছিল!” তাঁর কটাক্ষ, “আর পাড়ের লড়াই! হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল থাকবে, পশ্চিমবঙ্গটা বাংলাদেশ ২ হবে, পশ্চিমবঙ্গটা জেহাদিদের জায়গা হবে, নচেৎ নরেন্দ্র মোদির আশীর্বাদধন্য পশ্চিমবঙ্গে একটা ডবল ইঞ্জিন সরকার হবে।”

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ