কেন্দ্রীয় পরিদর্শনের আগে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ নাম পরিবর্তনের নির্দেশ, দাবি করে টুইট শুভেন্দুর

কেন্দ্রীয় পরিদর্শক দলের রাজ্যপরিদর্শনের আগে জেলা শাসকের তরফে জরুরি ভিত্তিতে বিডিও দের নির্দেশ দেওয়া হয়েছে আবাসন প্রকল্পের নাম প্রধানমন্ত্রীর নামে ও প্রকল্পের প্রকৃত লোগো নির্দিষ্ট করার জন্য, এমনটাই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

রাজ্য বিজেপি নেতাদের দীর্ঘদিনের দাবি ছিল বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্য সরকার সাধারণ মানুষকে প্রকল্পের বিষয়ে বিভ্রান্ত করছে। সেই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগও জানান শুভেন্দু অধিকারীরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ইতিমধ্যে রাজ্যে চালু হওয়া বাংলা আবাস যোজনা প্রকল্প র নাম পরিবর্তনের বিষয়ে কেন্দ্র ২০১৭ সালের ৩১ অগস্ট চিঠি দেয় নবান্নকে। ফের চিঠি দেওয়া হয় ২০২২ সালের ১২ মে। কিন্তু সদুত্তর না মেলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে জানানো হয়, এই আবাস প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া হবে না।

আরও পড়ুন:  হলদিয়ায় আগুন লাগলো কারখানায়, আহত ২ শ্রমিক

এইদিন টুইট করে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি একটি মেসেজের ছবি শেয়ার করে দাবি করেছেন, “কেন্দ্রীয় পরিদর্শক দলের পরিদর্শনের আগে বিডিও-দের জেলাশাসকদের তরফে জরুরি ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ‘প্রকৃত’ নাম ও লোগো লাগানোর জন্য।” টুইটের সঙ্গে শেয়ার করা মেসেজের স্ক্রিন শটে লেখা রয়েছে, “বিডিও রা নিশ্চিত করুন প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত সমস্ত বাড়িতে যেন লোগো লাগানো বা আঁকা থাকে। এটি অত্যন্ত জরুরি। জাতীয় পরিদর্শক দল ২৭.০৬.২০২২ থেকে ০২.০৭.২০২২ এর মধ্যে আমাদের জেলা পরিদর্শন করবেন। তাঁরা নির্দিষ্ট ভাবে লোগো ও প্রকল্পের নাম যাচাই করবেন। তাই তৈরি থাকুন।” মেসেজের সঙ্গে প্রকল্পের লোগোও দেওয়া হয়েছে। যদিও GNE Bangla-র তরফে মেসেজের স্ক্রিনশটের সত্যতা যাচাই করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ