ISL 2023-24: আইএসএল ফাইনাল ৪ মে, দেখে নিন প্লে-অফের সূচি

ISL 2023-24: আইএসএল ফাইনাল ৪ মে, দেখে নিন প্লে-অফের সূচি

বুধবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে হেরেছে ইস্টবেঙ্গল। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ছয় নম্বর দল হিসাবে প্লে-অফের জায়গা করে নেয় চেন্নাই এফসি। আগেই প্লে-অফে পৌঁছে গিয়েছিলো মুম্বাই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়েন্ট, গোয়া এফসি, ওড়িশা এফসি এবং কেরালা ব্লাস্টার্স।

প্লে-অফের ছ’টি দল নিশ্চিত হওয়ার পরেই প্লে-অফের সূচি প্রকাশ করে দিলো আইএসএল। প্লে- অফের খেলা শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৪ মে।

প্লে-অফের প্রথম দু’টি খেলা হবে নক আউট ম্যাচ। খেলবে লিগ টেবিলের ৩ নম্বর থেকে ৬ নম্বরে থাকা দল গুলি। তাদের মধ্য থেকে জয়ী দু’টি দল খেলবে লিগ টেবিলের ১ ও ২ নম্বর দলের সাথে। ম্যাচ গুলি হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে হবে ২৩, ২৪ এবং ২৮, ২৯ এপ্রিল। জয়ী দু’টি দল মুখোমুখি হবে ৪ মে ফাইনালে।
নকআউট – ১৯ ও ২০ এপ্রিল

সেমিফাইনাল (প্রথম লেগ) – ২৩ ও ২৪ এপ্রিল।
সেমিফাইনাল (দ্বিতীয় লেগ) – ২৮ ও ২৯ এপ্রিল।
ফাইনাল – ৪ মে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ