মেদিনীপুরে বিশ্বকাপ ফাইনালের সন্ধ্যায় গুলি, অবশেষে গ্রেফতার অভিযুক্তরা

মেদিনীপুরে বিশ্বকাপ ফাইনালের সন্ধ্যায় গুলি, অবশেষে গ্রেফতার অভিযুক্তরা

বিশ্বকাপ ফাইনালের সন্ধ্যায় গত ১৮ ই ডিসেম্বর মেদিনীপুরের মিত্র কম্পাউন্ড সংলগ্ন এলাকায় গুলি চালিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টায় অভিযুক্তদের অবশেষে গ্রেপ্তার করলো মেদিনীপুর কোতোয়ালি পুলিশ।

ঐদিন রাতে রাজীব দাস নামে এক ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। সেই সময় শহরের মিত্র কম্পাউন্ড এলাকায় তাঁকে ঘিরে ধরে ৩ জন দুষ্কৃতি। তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়৷ ঐ ব্যবসায়ী বাধা দেওয়ায় শুরু হয় ধ্বস্তাধস্তি। তাঁকে মারধর করা হলেও ব্যাগ ছাড়েননি তিনি৷ শেষে রণেভঙ্গ দেয় দুষ্কৃতীরা। কিন্তু যাওয়ার আগে ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। পায়ে আঘাত পান আক্রান্ত ব্যবসায়ী। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কোতোয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন:  Medinipur: পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের উপস্থিতিতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন

গোপন সূত্রে খবর পেয়ে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের একটি দল কলকাতার আনন্দপুর থানার রুবি মোড়ের পাশের একটি ফ্ল্যাটে হানা দেয়। সেখান থেকে আকাশ দোলই ও জয়দেব ঘাটি নামে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে। রবিবার অভিযুক্ত দুইজনকে মেদিনীপুর আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Medinipur: শহরে চুরি বর্ষ শুরুর সন্ধ্যায়, তালা ভেঙে লুট গয়না-টাকা

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ