BRAKING NEWS

Travel : দিঘা-পুরী-বেনারসে থাকা যাবে কম খরচে, অভিনব উদ্যোগ বর্ধমান পুরসভার

দিঘা-পুরী-বেনারস মাত্রেই বাঙালির ভ্রমণ স্থান। কিন্তু অনেকক্ষেত্রেই পকেটে টান পড়ার কারণে যাওয়ার সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন অনেকে। মূলত থাকার খরচই সমস্যা তৈরি করে। সেই সমস্যা সমাধানের জন্য বর্ধমান পুরসভার তরফে এই রাজ্যের বাসিন্দাদের দিঘা, পুরী ও বেনারসে থাকার সুব্যবস্থা করে দিতে তৈরি করা হবে রিসর্ট, হলিডে হোম। যদিও বর্ধমানের বাসিন্দাদের বুকিং এর ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

দেশের বেশ কিছু ধর্মীয় ও পর্যটন স্থানে গেস্ট হাউস তৈরির পরিকল্পনা নিয়েছে বর্ধমান পুরসভা। প্রাথমিক ভাবে দিঘা, পুরী ও বেনারসে এই গেস্ট হাউস তৈরি হবে। সাধারণ হোটেলের তুলনায় কম খরচে সেখানে থাকতে পারবেন এই রাজ্যের বাসিন্দারা। যদিও বর্ধমানের বাসিন্দারা বুকিং এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এই পরিকল্পনা সফল ভাবে বাস্তবায়িত হলে দার্জিলিং ও গ্যাংটকেও হলি ডে হোম তৈরির পরিকল্পনা রয়েছে পুরসভার। হোটেল ভাড়ার বিষয়ে চিন্তা করে যাঁরা ভ্রমণ থেকে বিরত থাকেন তাঁদের বিষয়ে চিন্তা করেই বর্ধমান পুরসভার এই অভিনব উদ্যোগ।