মেষ/ Aries রাশিফল Rashifal : মনের সমস্যার সমাধানের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। তবে প্রতিপক্ষ থেকে সাবধান, মানসিক শান্তি বিঘ্ন আসতে পারে। কর্মক্ষেত্রে কাজ ও ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। কর্মক্ষেত্রে সুখবরের সম্ভাবনা। শারীরিক সমস্য়ায় ভোগার সম্ভাবনা। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। পরিবারের সদস্যের মতামতকে গুরুত্ব দিন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আত্মবিশ্বাস বজায় রাখুন। অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হতে পারে। কর্মদক্ষতা বৃদ্ধি করুন। সহকর্মীদের সঙ্গে অযথা ঝগড়া করবেন না। যা দায়িত্ব পাচ্ছেন, তা সানন্দে গ্রহণ করুন। ব্যবসায়ীদের জন্য দিনটা ভাল। বাইরের খাবার খাবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা অথবহা পরিবারের বয়স্কদের পরামর্শ নিন।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : বুদ্ধির দৌলতে কঠিন কাজ অনায়াসে হাসিল করতে পারেন। সফটওয়্য়ার সংস্থায় কর্মরতরা নতুন প্রোজেক্ট পেতে পারেন। প্লাস্টিকের ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। মুত্রাশয় সংক্রমণে যাঁরা ভুগছেন, তাঁদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনার খুবই শুভ। অর্থপ্রাপ্তির যোগ দেখা দিতে পারে জীবনে। হঠাৎ করেই আজ আপনার মধ্যে আলস্য বৃদ্ধি পেতে পারে। ফলে সমস্যার সম্মুখীন হতে পারেন।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ১৬/৪/২০২৩

সিংহ/ Leo রাশিফল Rashifal : আজকের দিনটা খুশি ও ইতিবাচক যাবে। কর্মদক্ষতা বৃদ্ধি করে আয় বাড়ান। যুবাদের ক্ষেত্রে কেরিয়ারে নতুন দিশা খুলবে। বাড়ির অন্দরসজ্জা পরিবর্তন করবেন বলে যাঁরা ভাবছেন, এখনই সঠিক সময়।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার খুবই শুভ। পদোন্নতি দেখা দেওয়ার ফলে মানসিক শান্তি উপভোগ করবেন। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। ব্যবসায় লাভ করতে পারবেন।

তুলা/ Libra রাশিফল Rashifal : কোনও রকম ভাবে অন্য কারও নামে সমালোচনা করতে যাবেন না। সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না। পুরনো দিনের কোনও ঝামেলা মিটে যেতে পারে। আজ সারা দিন কর্মে একটু অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : ভাগ্যের ওঠানামা হতে পারে আজ। কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে চিকিৎসায় বিভ্রাটের জেরে সমস্যায় পড়তে পারেন। নিজের উদ্যমকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য বুদ্ধিবৃত্তির চর্চা বাড়াতে হবে। ব্যবসায়ীদের আয় রোজগারে কিছু ঝামেলা হতে পারে।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ২০/৪/২০২৩

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : পারিবারিক ভাবে আজ আপনার মোটেই ভালো কাটবে না। সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার বিশেষ পরিবর্তন আসতে চলেছে। অন্য কোথাও বদলির সম্ভাবনা তৈরি হতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : সামাজিক মর্যাদা বজার রাখার জন্য বাড়তি ব্যয় হতে পারে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় ব্যবসায় আর্থিকভাবে লাভবান হলেও জটিলতা বাড়তে পারে। বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন। মিথ্যা মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা।

মীন/ Pisces রাশিফল Rashifal : সুযোগ হারাতে পারেন। বাবার সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। মাথা ব্যথা কিংবা মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। ভাগ্য উন্নতি আশা করতে পারেন। বিদ্যার্থীরা কোনও বৃত্তির প্রচেষ্টায় সফল হবেন না। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। দিনটি শুভাশুভ মিশ্র।