Thursday, September 21, 2023

Horoscope Today: আজকের রাশিফল ৩/৯/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির ভুলে ক্ষতি হওয়ার আশঙ্কা। গুরু জনদের সঙ্গে দুর্ব্যবহারে মানসিক অশান্তি। আইনি ঝামেলা থেকে মুক্তি। বাবার জন্য কিছু করতে পেরে মানসিক শান্তি বাড়তে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আপনি আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করার কথাও ভাবতে পারেন। আজ আপনি যদি আপনার পিতামাতার কোন সাহায্য চান তবে আপনি সহজেই তা পাবেন। আজ পরিবারে কোনও সদস্য নতুন চাকরি পেলে পরিবেশটি আনন্দদায়ক হবে। আপনার অযথা ব্যয়ের উপর নজর রাখুন। দীর্ঘদিন ধরে আপনার কোনো কাজ অমীমাংসিত থাকলে তা আজ সম্পন্ন হতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে কিন্তু হাল ছাড়লে বিপদ হবে। উপকারের বিনিময়ে অপমানিত হওয়ার সঙ্কেত। বন্ধুর থেকে এই সপ্তাহে কোনও সাহায্য পাবেন না। আর্থিক চাপের কারণে সংসারে অশান্তি। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : সন্তানের দিক থেকে কোনো সুখবর শুনতে পেতে পারেন। আপনার শৈল্পিক উপলব্ধি বৃদ্ধি পাবে। বন্ধুদের সাথে একসাথে, আপনি কিছু পুরানো স্মৃতি পুনরুজ্জীবিত করবেন। আপনি যদি ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে আপনার পিতামাতার সাথে পরামর্শ করুন।

সিংহ/ Leo রাশিফল Rashifal : বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। সপ্তাহের মধ্য ভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আপনার বাড়িতে অতিথির আগমনের কারণে আপনি ব্যস্ত থাকবেন। আপনি যদি আপনার আয় এবং ব্যয়ের জন্য বাজেট তৈরি করেন তবে এটি আপনার জন্য আরও ভাল হবে। যদি স্বামী/স্ত্রীর সঙ্গে কোনো তর্ক-বিতর্ক হয়, তাহলে সেটাও সিনিয়র সদস্যদের সাহায্যে মিটে যাবে। আপনি আপনার সন্তানদের আচার এবং ঐতিহ্যের পাঠ শেখাবেন।

তুলা/ Libra রাশিফল Rashifal : পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। নিজের অভিজ্ঞতা দিয়ে ব্যবসায় উন্নতি আসবে। আটকে থাকা পাওনা আদায় হতে পারে। সন্তানদের সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে। শরীর নিয়ে চাপের জন্য কাজের স্থানে ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি বাড়তে পারে। প্রিয়জনের কাছে আঘাত থেকে মানসিক কষ্ট বাড়তে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। ক্ষেত্রবিশেষে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হলে তা ভালোভাবে পালন করতে হবে। আপনি সহজেই যেকোনো বড় লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন করা হলে পরিবেশ মনোরম হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচ নিয়ে চিন্তা থাকবে। শরীরের কোনও ক্ষত চিকিৎসার খরচ বাড়াবে। বাকপটুতায় প্রভূত্ব বিস্তার হতে পারে। প্রচুর উদ্যমে কাজ করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত ঘটবে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৯/৮/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ আপনি কিছু পুণ্যময় কাজেও পূর্ণ আগ্রহ দেখাবেন। আপনি যদি কোনো কাজ ভাগ্যের ওপর ছেড়ে দেন, তাহলে পরবর্তীতে তাতে সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ আপনি প্রচুর পরিমাণে আপনার জীবনসঙ্গীর সমর্থন এবং সাহচর্য পাচ্ছেন। আজ আপনি আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। প্রতিবেশীকে মানিয়ে নিয়ে না চললে বিপদ। মাঙ্গলিক কাজের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। সারা সপ্তাহ খুব পরিশ্রম হওয়া সত্ত্বেও সঞ্চয় খুব একটা হবে না। শরীর নিয়ে চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে।

মীন/ Pisces রাশিফল Rashifal : আপনি কিছু নতুন মানুষের সাথে মেলামেশা করার সুযোগ পাবেন, তবে অচেনা ব্যক্তিকে খুব বেশি বিশ্বাস করবেন না। ব্যবসায়িক পরামর্শ নিতে চাইলে অভিজ্ঞ কারো সাহায্য নিন। আজ আপনি তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবেন। পরিবারের লোকজনের চাহিদার প্রতি আপনাকে পূর্ণ খেয়াল রাখতে হবে, অন্যথায় সিনিয়র সদস্যরা আপনার উপর রাগ করতে পারেন।

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Contai Durga Puja : কাঁথির কিশোরনগর গড়ে দেবীর ঘট পশ্চিমমুখী, হোমাগ্নি জ্বলে সূর্যের আলোয়

কলকাতাকে অনুসরণ করে জেলা শহর ও মফস্বলগুলিও থিমের পুজোয় (Durga Puja) মেতে উঠেছে। কিন্তু...

Kurmi : কুড়মিদের ‘রেল রোকো’ বেআইনি, রায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের

কুড়মি আন্দোলন নিয়ে কড়া রায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। কুড়মিদের 'রেল রোকো' আন্দোলনকে...

Chakradharpur Express : চক্রধরপুর এক্সপ্রেসে নতুন স্টপেজ, জঙ্গলমহলের জন্য সুখবর

জঙ্গলমহলবাসীর (Jangalmahal) জন্য সুখবর! আপ ও ডাউন হাওড়া-আদ্রা-চক্রধরপুর এক্সপ্রেস (Howrah-Chakradharpur Express) এবার থেকে স্টপেজ...