Friday, September 22, 2023

Horoscope Today: আজকের রাশিফল ৬/৯/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : ব্যক্তি জীবনে হারানো সম্মান পূণরুদ্ধারের সুযোগ আসবে। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের যোগ। ব্যবসা ক্ষেত্রে নতুন বিনিয়োগ আপনাকে লাভবান করবে। সাংসারিক জীবনে জীবন সাথীর পরামর্শে উপকৃত হতে পারবেন। সরকারী চাকরি লাভের সুযোগ আসবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : গুরুজনদের থেকে কিছু পরামর্শ নিতে হতে পারে। অপ্রত্যাশিত কোনও কিছু লাভ হওয়ার সম্ভাবনা। ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ। হাতে পায়ে যন্ত্রণা বৃদ্ধি। স্ত্রীর কারণে কোনও আশাভঙ্গ হওয়ার যোগ। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : কর্মস্থলে সফল হওয়ার দিন। কর্ম সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে। নতুন চাকরির চেষ্টা হবে সফল। আয় রোজগারের ক্ষেত্রে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য লাভের আশা। ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সকলের দৃষ্টি আকর্ষন করতে পারবেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : প্রেম ও রোমান্সে রহস্যজনক বাধা বিপত্তির। হঠাৎ করে পুরোনো প্রেমে কোনো ঝামেলা দেখা দেবে। বিদ্যার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবার আশঙ্কা। সংসারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা দেখা দেবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ। পরকীয়া থেকে সাবধান হতে হবে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : সাংসারিক জীবনে অগ্রগতির আশা। জীবন সাথীর সাথে চলতে থাকা কিছু মনমালিণ্য দূর হয়ে যাবে। অংশিদারী ব্যবসায় আশানুরুপ লাভের সুযোগ পাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন করে কোনো অংশিদার গ্রহনের প্রয়োজন দেখা দেবে। পাইকারী ব্যবসা বাণিজ্যে লাভের যোগ।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ১/৯/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : সমাজে কোনও কাজে কিছু দান করতে হতে পারে। পায়ের যন্ত্রণায় ভোগান্তি। আজ চাকরির ক্ষেত্রে কোনও কিছুর জন্য মানহানি হতে পারে। সন্তানদের থেকে কিছু উপকার পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : আর্থিক অগ্রগতির ক্ষেত্রে বাধা আসতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য নিতে পারেন। বিশ^স্ত কাজের লোকের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার আশা। শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। রহস্যজনক কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। ব্যবসায় অগ্রগতির সময়।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : উন্নতিতে বেশ গতি ফিরে পাবেন। নিজের পেশাগত জীবনের সাথে ব্যাক্তিগত জীবনে এক করে ফেলবেন না। এ বিষয়ে শুরু থেকেই সাবধান হওয়া আপনার জন্য মঙ্গলজনক। ভালো মন্দ মিলিয়ে আপনার জীবন, তবে সারা বছরেই মাঝে মাঝে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যার জন্য প্রস্তুত থাকুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। আত্মীয়র কল্যাণে প্রায় অসমাপ্ত শিক্ষা জীবনে গতি আসতে চলেছে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মায়ের সাহায্য পেতে পারেন। গৃহসংস্কারের কাজে সকলের সাহায্য পাওয়া যাবে। কর্মস্থল থেকে যানবাহন লাভের যোগ প্রবল। প্রত্যাশিত কাজে হবেন সফল।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৪/৯/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কর্মে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : জীবনে হারানো সম্মান পূণরুদ্ধারের সুযোগ আসবে। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের যোগ। ব্যবসা ক্ষেত্রে নতুন বিনিয়োগ আপনাকে লাভবান করবে। সাংসারিক জীবনে জীবন সাথীর পরামর্শে উপকৃত হতে পারবেন। সরকারী চাকরি লাভের সুযোগ আসবে।

মীন/ Pisces রাশিফল Rashifal : দুঃস্থ কাউকে সাহায্য করতে হবে। আজ কোনও প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেরাবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি। মধুর ব্যবহারে সকলের মন জয়। গুপ্ত কোনও রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়। সম্পত্তির ব্যাপারে কোনও আলোচনা হতে পারে। আজ কারও সঙ্গে অশান্তি হতে পারে।

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Ghatal : রণক্ষেত্র ঘাটাল, প্রধানকে মারধরের অভিযোগ, নিয়ন্ত্রণে র‍্যাফ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যপশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটালের (Ghatal) ইড়পালা গ্রাম পঞ্চায়েতের (Irpala Gram...

Morning Tea : সকালে ঘুম থেকে উঠেই চা, মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরের

আমাদের বাঙালিদের অনেকেরই অভ্যাস সকালে ঘুম থেকে উঠেই চা (Morning Tea) খাওয়ার। অনেকেই তো...

Horoscope Today: আজকের রাশিফল ১৭/৯/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। কোথাও পয়সা...