Thursday, September 21, 2023

Horoscope Today: আজকের রাশিফল ৮/৯/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : কর্মক্ষেত্রেও চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার আশঙ্কা, তবে আপনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। খুব ভালো দিন হতে চলেছে। ব্যবসায় বৃদ্ধি হবে। আপনি কিছু নতুন কাজ করার পরিকল্পনাও করবেন, যা আপনি অংশীদারিত্বে করলে ভাল। অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে, সতর্ক থাকুন। আপনার শত্রুরা ক্ষতি করার জন্য বারবার চেষ্টা করবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। যে কোনও অর্থনৈতিক পরিকল্পনায় মূলধন বিনিয়োগ করতে পারেন। বাড়ি, জমি কেনার পরিকল্পনা করতে পারেন। নতুন গাড়ি কিনতে পারেন। পরিবারের সমর্থন পাবেন। পরিবারের সব সদস্যদের নিয়ে একসঙ্গে আনন্দ করতে পারেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতেও পারে। শরীরে ব্যথা বাড়তে পারে। প্রেমের জন্য বিরহ আসতে পারে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকবে। ব্যবসায় সাফল্য আসবে। নতুন পরিচিতি পাওয়া যাবে। অর্থনৈতিক অবস্থা ভাল করার চেষ্টা করুন। আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। কারো কাছ থেকে টাকা নিয়ে থাকলে তাও ফেরত দিতে পারবেন। সন্তানদের লেখাপড়ার জন্য অর্থ ব্যয় হবে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৪/৯/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না।

তুলা/ Libra রাশিফল Rashifal : দিনটি সুখে পরিপূর্ণ হতে চলেছে। ব্যবসায় কাঙ্খিত মুনাফা পেয়ে ব্যবসায়ীরা খুব খুশি হবেন। অর্থনৈতিক অবস্থা ভাল হবে। আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। চাকরি পরিবর্তনের খবর পাবেন। আর্থিক বিনিয়োগ সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। আপনার জীবনসঙ্গীর কাছ থেকে কোনো বিশেষ উপহার আপনার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা, সাবধানে সিদ্ধান্ত নেবেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। আর্থিক লাভের সুযোগ থাকবে। মাঠে সুবর্ণ সুযোগ পাওয়া যাবে। আপনি যেখানেই কাজ করছেন না কেন, সাফল্যের সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুব খুশি হবেন। পরিবারের সমর্থন পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৬/৯/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : নতুন কোনও পরিকল্পনার কথা মাথায় থাকলে সেগুলোকে শেষ করে নিন এই বেলা। পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু বান্ধব, আপনার সব সামাজিক যোগাযোগের জায়গাগুলো এক্সপ্লোর করুন আজ থেকেই। মানুষের সঙ্গে কথা বলুন। ভাগ্য আপনার ওপর রীতিমতো প্রসন্ন। আনন্দে থাকবেন আপনি।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : যারা ব্যবসা করছেন তারা তাদের ব্যবসাকে এগিয়ে নিতে সফল হবেন। কর্মক্ষেত্রে সমস্ত কাজ করতে সক্ষম হবেন। অর্থনৈতিক পরিকল্পনানিয়ে ভাবুন। আপনার আয় এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ভ্রমণ যোগ ভাল। পরিবারের সমর্থন পাবেন। রাগ নিয়ন্ত্রণ করুন।

মীন/ Pisces রাশিফল Rashifal : খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। সন্তানের জন্য কোনও কারণে চিন্তা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মেজাজ একটু খিটখিটে থাকতে পারে। কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন।

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Jhargram : রাজপথে গজরাজ! ক্যামেরাবন্দী বালিভাষা টোল ট্যাক্সে

রবিবাসরীয় সকালে রাজপথে গজরাজ (Elephant)! হাতিটির গজেন্দ্রগমন ক্যামেরাবন্দী হল ঝাড়গ্রামে (Jhargram) বালিভাষা টোল ট্যাক্স...

Durga Puja 2023 : তৃণমূলের পাশাপাশি পুজোর অনুদানে এই বার গেরুয়া শিবির

আগমনীর গন্ধে চারিদিকে সাজো সাজো রব। পুজোর প্রস্তুতি নিয়ে ক্লাবগুলো মেতে উঠেছে। এরই মধ্যে...

Todays Petrol Diesel Price 15/9/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...