Lamahata Tour : তপ্ত গরমে শীতলতার নিঃশ্বাস, ঘুরে আসুন লামাহাটা

Lamahata Tour : তপ্ত গরমে শীতলতার নিঃশ্বাস, ঘুরে আসুন লামাহাটা

তাপপ্রবাহে ফুটছে দক্ষিণবঙ্গ। সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা অতিক্রম করে যাচ্ছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। রোদের প্রকোপে সন্ধ্যার আগে বাইরে বের হওয়া যেন শাস্তির সামিল। এই পরিস্থিতিতে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম লামাহাটা।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৭০০ ফুট উচ্চতায় দার্জিলিং থেকে ২১কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রাম লামাহাটা। মূলত শেরপা, ভুটিয়া তামাং দের বাস৷ ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন এখানকার পার্ক। তারপর থেকেই এই শান্ত নিরিবিলি গ্রামটি নিঃস্তব্ধতাপ্রিয় পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। পাইনের ঘন জঙ্গল এবং মেঘমুক্ত থাকলে আকাশে কাঞ্চনজঙ্ঘার শোভা লামাহাটার মূল আকর্ষণ।

আরও পড়ুন:  Lepcha Jagat Tour : চাঁদিফাটা গরমে ঘুরে আসুন লেপচাজগৎ, কম বাজেটে মেঘ-পাইনের দুনিয়া

কিভাবে যাবেন –
ট্রেনে নিউ জলপাইগুড়ি। এরপর এনজেপি থেকে অটোতে শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড। শিলিগুড়ি থেকে শেয়ার কারে সেভক হয়ে তিস্তা বাজার, পেশক টি গার্ডেন হয়ে লামাহাটা। অথবা অন্য রুটে শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে সোনাদা, জোরবাংলো লামাহাটা। শেয়ার কারে মাথাপিছু ৪০০-৫০০ টাকা খরচ পড়বে। অথবা সরাসরি গাড়ি ভাড়া করেও আসতে পারেন। ৩২০০ টাকা থেকে ৩৫০০ টাকার মতো ভাড়া পড়ে।

আরও পড়ুন:  Lepcha Jagat Tour : চাঁদিফাটা গরমে ঘুরে আসুন লেপচাজগৎ, কম বাজেটে মেঘ-পাইনের দুনিয়া

কোথায় থাকবেন –
লামাহাটায় থাকার জায়গা এখানকার স্থানীয়দের বাড়িতে হোম স্টে। এখন কয়েকটি হোটেলও হয়েছে। থাকা খাওয়া মিলিয়ে মাথাপিছু ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা পড়বে প্রতিদিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ